ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মোহাম্মদ শামিকে বিয়ে করছেন সানিয়া মির্জা?

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪
  • / ৪১৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এ বছরের শুরুতে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের তৃতীয় বিয়ের খবর আসে গণমাধ্যমে। এরপরই জানা যায়, ভারতীয় সাবেক টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ হয়েছে শোয়েব মালিকের। এরপর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সানিয়া মির্জার সঙ্গে ভারতীয় পেসার মোহাম্মদ শামির বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে এ গুঞ্জন প্রকট আকার ধারণ করলে ক্ষুব্ধ হয়ে ওঠে সানিয়ার পরিবার। সাবেক টেনিস তারকার বাবা এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।

সানিয়া মির্জা এখন একা, সাবেক স্ত্রী হাসিন জাহানের সঙ্গে বিচ্ছেদের মামলা নিয়ে এখনো আদালত-বাসা করে চলেছেন শামিও। দুজনের একা থাকাই হয়তো সানিয়া-শামিকে ঘিরে গুঞ্জন ছড়িয়ে পড়ার কারণ। তবে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে সানিয়া মির্জার বাবা ইমরান বলেছেন, ‘এগুলো একদম ভুয়া। আজ পর্যন্ত শামির সঙ্গে সানিয়ার দেখাই হয়নি।’

সম্প্রতি পবিত্র হজে গিয়েছেন সানিয়া মির্জা। এ নিয়ে গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সাবেক ভারতীয় টেনিস তারকা। সেখানে সানিয়া মির্জা লিখেছেন, ‘যেহেতু আমি একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, কোনো অন্যায় ও ভুল-ত্রুটি থেকে থাকলে সেসবের জন্য আপনাদের কাছে বিনীতভাবে ক্ষমা চাইছি।’

তিনি আরও লিখেছেন, ‘আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আমি সারাজীবন যাতে এভাবে চলতে পারি, এজন্য আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আমি চাই আরও ভালো মানুষ হিসেবে নিজেকে মেলে ধরতে। যেন আমার হৃদয় আরও দয়ালু হয় এবং ঈমান আরও মজবুত হয়ে ওঠে।’

নিউজটি শেয়ার করুন

মোহাম্মদ শামিকে বিয়ে করছেন সানিয়া মির্জা?

আপডেট সময় : ১১:০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪

এ বছরের শুরুতে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের তৃতীয় বিয়ের খবর আসে গণমাধ্যমে। এরপরই জানা যায়, ভারতীয় সাবেক টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ হয়েছে শোয়েব মালিকের। এরপর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সানিয়া মির্জার সঙ্গে ভারতীয় পেসার মোহাম্মদ শামির বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে এ গুঞ্জন প্রকট আকার ধারণ করলে ক্ষুব্ধ হয়ে ওঠে সানিয়ার পরিবার। সাবেক টেনিস তারকার বাবা এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।

সানিয়া মির্জা এখন একা, সাবেক স্ত্রী হাসিন জাহানের সঙ্গে বিচ্ছেদের মামলা নিয়ে এখনো আদালত-বাসা করে চলেছেন শামিও। দুজনের একা থাকাই হয়তো সানিয়া-শামিকে ঘিরে গুঞ্জন ছড়িয়ে পড়ার কারণ। তবে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে সানিয়া মির্জার বাবা ইমরান বলেছেন, ‘এগুলো একদম ভুয়া। আজ পর্যন্ত শামির সঙ্গে সানিয়ার দেখাই হয়নি।’

সম্প্রতি পবিত্র হজে গিয়েছেন সানিয়া মির্জা। এ নিয়ে গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সাবেক ভারতীয় টেনিস তারকা। সেখানে সানিয়া মির্জা লিখেছেন, ‘যেহেতু আমি একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, কোনো অন্যায় ও ভুল-ত্রুটি থেকে থাকলে সেসবের জন্য আপনাদের কাছে বিনীতভাবে ক্ষমা চাইছি।’

তিনি আরও লিখেছেন, ‘আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আমি সারাজীবন যাতে এভাবে চলতে পারি, এজন্য আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আমি চাই আরও ভালো মানুষ হিসেবে নিজেকে মেলে ধরতে। যেন আমার হৃদয় আরও দয়ালু হয় এবং ঈমান আরও মজবুত হয়ে ওঠে।’