ঢাকা ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে কালিকাপুর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– আছমত আলীর ছেলে রফিজ, আব্দুল মালেকের স্ত্রী লুৎফা, তৈয়ব আলীর ছেলে সাজু, আলী আশরাফের স্ত্রী সফরজান ও মনিরের স্ত্রী শানু। তাঁরা সবাই বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের বাসিন্দা ছিলেন।

খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
  • / ৩৭৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ জুন) খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান মির্জা ফখরুল।

পরে তিনি সাংবাদিকদের বলেন, চিকিৎসকরা কাউকে ভেতরে যেতে দিচ্ছেন না। সন্ধ্যায় চিকিৎসকরা বোর্ড মিটিং করবেন। বোর্ড মিটিং করে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। এসময় তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চান।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে শুক্রবার দিবাগত রাত ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেন।

এর আগে সবশেষ গত ১ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। জরুরি কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য একদিন হাসপাতালে থাকার পর তাকে আবারও বাসায় নেওয়া হয়।

৭৯ বছর বয়সি বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক: মির্জা ফখরুল

আপডেট সময় : ১০:১৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ জুন) খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান মির্জা ফখরুল।

পরে তিনি সাংবাদিকদের বলেন, চিকিৎসকরা কাউকে ভেতরে যেতে দিচ্ছেন না। সন্ধ্যায় চিকিৎসকরা বোর্ড মিটিং করবেন। বোর্ড মিটিং করে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। এসময় তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চান।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে শুক্রবার দিবাগত রাত ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেন।

এর আগে সবশেষ গত ১ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। জরুরি কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য একদিন হাসপাতালে থাকার পর তাকে আবারও বাসায় নেওয়া হয়।

৭৯ বছর বয়সি বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।