আপাতত জেলেই থাকতে হচ্ছে কেজরিওয়ালকে
- আপডেট সময় : ০২:০০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
- / ৩৭৭ বার পড়া হয়েছে
নিম্ন আদালতে জামিন পেয়েও আপাতত জেল থেকে বের হতে পারছেন না ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার (২১শে জুন) তার জেল থেকে বের হবার কথা থাকলেও কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার জামিনের আদেশকে চ্যালেঞ্জ করলে দিল্লির হাইকোর্ট জামিন স্থগিত করে দেয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মদ নীতি কেলেঙ্কারি মামলায় বৃহস্পতিবার রাতেই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেয়। শুক্রবার তার মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই আপাতত নিম্ন আদালতের জামিনের রায়ে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত হাইকোর্টে মামলার শুনানি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই রায়ে জামিন স্থগিতাদেশ থাকবে।
এদিকে, হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত আদালতের কাছে রিলিজ অর্ডার এসে পৌঁছায়নি। কোন শর্তে কেজরিওয়াল জামিন পেয়েছেন, তাও জানা নেই।
২০২১ সালে দিল্লির সরকার একটি মদ নীতি গ্রহণ করে। এরমাধ্যমে শহরটিতে মদ বিক্রি আধুনিকায়ন করার উদ্যোগ নেওয়া হয়। তবে পরবর্তীতে অভিযোগ উঠে এই নীতি ব্যবহার করে ব্যাপক দুর্নীতি করেছেন অরবিন্দ কেজরিওয়াল। এই অভিযোগেই গ্রেপ্তার হন তিনি।
তবে, লোকসভা নির্বাচন চলাকালীন ১০ই মে কেজরিওয়ালকে অন্তবর্তীকালীন জামিন দেওয়া হয়। ওই সময় জেল থেকে বেরিয়ে তিনি দিল্লিতে দলের জন্য নির্বাচনী প্রচারণাও চালান। তবে লোকসভায় তার দলের কোনও প্রার্থীই জয় পাননি।