ইংল্যান্ডকে ৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা
- আপডেট সময় : ০১:৫১:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
- / ৩৭২ বার পড়া হয়েছে
সেন্ট লুসিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সুপার এইট পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে টানা জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ৭ রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান তুলতে সক্ষম হয়।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে কিছুটা ভাগ্যের সহায়তায় প্রথম পর্বের গন্ডি পার হয় বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। তারপর সুপার এইট পর্বের প্রথম ম্যাচে জয় দিয়ে শুভ সুচনা করলেও তার পরের ম্যাচেই হোঁচট খায় ইংল্যান্ড। সেন্ট লুসিয়ায় সুপার এইট পর্বে নিজেদের দ্বিতীয় খেলায় ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে টানা জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জস বাটলার। আগে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত শুরু এনে দেন দুই প্রোটিয়া ওপেনার ব্যাট্সম্যান রিজা হেন্ড্রিক্স ও অভিজ্ঞ কুইন্টন ডি কক। ইংলিশ বোলারদের উপর তান্ডব চালান ডি কক। ৩৮ বলে ব্যক্তিগত ৬৫ রানে জফরা আর্চারের বলে আউট হয়ে সাজঘরে ফিরেন তিনি। ব্যক্তিগত ১৯ রান করে আগেই আউট হন আরেক ওপেনার রিজা হেন্ড্রিক্স। দলের ৯২ রানে এই দুই ওপেনার বিদায় নিলে দক্ষিণ আফ্রিকার হাল ধরেন হাইনরিখ ক্লাসেন ও আরেক অভিজ্ঞ ব্যাট্সম্যান ডেভিড মিলার। দলের পক্ষে ক্লাসেন ৮ ও মিলার ৪৩ রান করে আউট হলে শেষ পর্যন্ত কুইন্টন ডি ককের ম্যাচ সেরা সর্বোচ্চ ৬৫ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রানের লড়াকু পুজি গড়ে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন জফরা আর্চার।
জয় পেতে লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডকে ভালো শুরু এনে দিতে ব্যর্থ হন দলের টপ ওর্ডার ব্যাট্সম্যানরা। দলের ৬১ রানে টপ ওর্ডারের ৪ ব্যাট্সম্যান বিদায় নিলে ইংলিশদের জয়ের আশা জাগায় হ্যারি ব্র“ক এবং লিয়াম লিভিংস্টোন। কিন্তু ১৫০ রানে এই দুই ব্যাট্সম্যান আউট হলে জয়ের আশা ফিকে হতে থাকে ইংল্যান্ডের। শেষ পর্যন্ত হ্যারি ব্র“কের সর্বোচ্চ ৫৩ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ড ৬ উইকেটে ১৫৬ রান করতেই শেষ হয় ম্যাচ নির্ধারিত ২০ ওভার। আর ৭ রানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা ও কেশভ মহারাজ। ১টি করে উইকেট নিয়েছেন ওটনিল বার্টম্যান ও অ্যানরিখ নরিয়ে।