দুর্নীতির সাথে জড়িত কাউকে ছাড় নয়: কাদের
- আপডেট সময় : ০৩:৪৪:০১ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
- / ৩৭২ বার পড়া হয়েছে
দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথা ঘোষণা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, দুর্নীতির সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
সাম্প্রদায়িক ও জঙ্গিবাদের কারণে প্রতিষ্ঠার ৭৫ বছরেও আওয়ামী লীগ তার কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারেনি বলে তিনি জানান। তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত ও প্রতিহত করা মূল লক্ষ্য।
আজ (শনিবার) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিতব্য সভার স্থান পরিদর্শনে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, সুপরিকল্পিতভাবে ওয়ান ইলেভেনে যেটা দেখেছি দেশের রাজনীতিবিদদের নিন্দিত করা, কুৎসা রটানো… এ দেশ স্বাধীন করেছে, দেশের উন্নয়ন করছে রাজনীতিবিদেরা। সেই রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণ করতে ও তাদের ব্যর্থ এটা প্রমাণ করতে কিছু লোক তৎপরতা চালাচ্ছে। আমরা সেটা বুঝি, এর বিরুদ্ধে প্রস্তুতও আছি।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, কার্যনির্বাহী সদস্য আনিসুল ইসলাম, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।