এবারের হজযাত্রায় ১৩শ’ হাজির মৃত্যু: সৌদি স্বাস্থ্যমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০১:৩৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
- / ৩৯৮ বার পড়া হয়েছে
এবারের হজযাত্রায় বিভিন্ন দেশের মোট ১৩০১ জন হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল- জালাজেল। অতিরিক্ত গরমের মধ্যে পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে দীর্ঘ পথ হাঁটার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
জানা গেছে, প্রাণহানির মধ্যে বেশ কয়েকজন বয়স্ক ও দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তি ছিলেন। এছাড়া প্রায় ৮৩ শতাংশেরই হজযাত্রার সরকারি অনুমোদন ছিলো না।
এরমধ্যে মিশরেরই ছিলো ছয় শতাধিক। এ অবস্থায় ১৬টি এজেন্সির লাইসেন্স জব্দের নির্দেশ দিয়েছেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবলি।
সেই সঙ্গে অবৈধভাবে হজে পাঠানোর দায়ে তাদের আইনের আওতায় আনা হয়েছে। এ বছর ১৮ লাখ মুসল্লি হজ করেছেন। যার মধ্যে ১৬ লাখই এসেছিলেন বিদেশ থেকে।