ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরাইলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লার ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
  • / ৩৮৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে অন্তত একজন সেনা আহত হয়েছে বলে ইসরাইলের পক্ষ থেকে বলা হয়েছে। স্থানীয় সময় রোববার (২৩শে জুন) আয়েলেত হাশাহারে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

হিজবুল্লাহ দাবি করেছে, আয়েলেত হাশাহারে আর্মির ৯১তম ডিভিশনের সদর দপ্তরে সরাসরি ড্রোন আঘাত কয়েছে। এতে অনেক হতাহত হয়েছে। শনিবার লেবাননের পশ্চিম বেকা অঞ্চলের খিয়ারা এলাকায় চলানো ইসরাইলের হত্যাকাণ্ডের জবাবে এই পাল্টা হামলা। এ হামলার ফলে ইসরাইলও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা আরও বাড়ল।

ইসরাইলের সামরিক বাহিনী এবং স্থানীয় কর্তৃপক্ষ বলছে, রোববার সকালে লেবানন থেকে বিস্ফোরক বোঝাই লাদেন ড্রোন ছোড়া হয়। এটি বেইত হিল্লেল অঞ্চলে আঘাত হানে। তারা প্রতিরক্ষা হিসেবে ক্ষেপণাস্ত্র ছুড়ে তবে তা প্রতিহত করতে পারেনি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, ইসরাইল-লেবানন সীমান্তে আট মাসেরও বেশি সময় ধরে চলা সহিংসতায় লেবাননে কমপক্ষে ৪৮০ জন নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই হিজবুল্লাহ ও হামাসের যোদ্ধা। তবে তাদের মধ্যে ৯৩ জন বেসামরিক নাগরিকও রয়েছেন। আর লেবানন ভূখণ্ড থেকে হামাস ও হিজবুল্লাহর চালানো হামলায় ইসরায়েলে কমপক্ষে ১৫ সৈন্য ও ১১ বেসামরিক নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ইসরাইলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লার ড্রোন হামলা

আপডেট সময় : ০১:২৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪

ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে অন্তত একজন সেনা আহত হয়েছে বলে ইসরাইলের পক্ষ থেকে বলা হয়েছে। স্থানীয় সময় রোববার (২৩শে জুন) আয়েলেত হাশাহারে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

হিজবুল্লাহ দাবি করেছে, আয়েলেত হাশাহারে আর্মির ৯১তম ডিভিশনের সদর দপ্তরে সরাসরি ড্রোন আঘাত কয়েছে। এতে অনেক হতাহত হয়েছে। শনিবার লেবাননের পশ্চিম বেকা অঞ্চলের খিয়ারা এলাকায় চলানো ইসরাইলের হত্যাকাণ্ডের জবাবে এই পাল্টা হামলা। এ হামলার ফলে ইসরাইলও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা আরও বাড়ল।

ইসরাইলের সামরিক বাহিনী এবং স্থানীয় কর্তৃপক্ষ বলছে, রোববার সকালে লেবানন থেকে বিস্ফোরক বোঝাই লাদেন ড্রোন ছোড়া হয়। এটি বেইত হিল্লেল অঞ্চলে আঘাত হানে। তারা প্রতিরক্ষা হিসেবে ক্ষেপণাস্ত্র ছুড়ে তবে তা প্রতিহত করতে পারেনি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, ইসরাইল-লেবানন সীমান্তে আট মাসেরও বেশি সময় ধরে চলা সহিংসতায় লেবাননে কমপক্ষে ৪৮০ জন নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই হিজবুল্লাহ ও হামাসের যোদ্ধা। তবে তাদের মধ্যে ৯৩ জন বেসামরিক নাগরিকও রয়েছেন। আর লেবানন ভূখণ্ড থেকে হামাস ও হিজবুল্লাহর চালানো হামলায় ইসরায়েলে কমপক্ষে ১৫ সৈন্য ও ১১ বেসামরিক নিহত হয়েছেন।