ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে জার্মানি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
  • / ৩৮৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জার্মানিতে চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘এ’র উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে জার্মানি। বদলি হিসেবে নামা নিকলাস ফুলক্রুগের শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে সমতায় ম্যাচ শেষ হয়। এতে করে গ্রুপ ‘এ’র শীর্ষস্থানও নিশ্চিত করলো জুলিয়ান ন্যাগেলসম্যানের শিষ্যরা। গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলো নিশ্চিত হলো সুইজারল্যান্ডের।

গত রোববার (২৩ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হয় ম্যাচ। সুইজারল্যান্ড ড্যান নডয়ের গোলে প্রাথমিক লিড নেয়। ম্যাচের যোগ করা সময়ে ফুলক্রুগের গুরুত্বপূর্ণ হেডে সুইসদের বিজয়ের আশা ভেঙ্গে যায়। নাটকীয় গোলের পর জার্মান সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে।

প্রথমার্ধের ২৮তম মিনিটে সুইস সমর্থকরা নডয়ের গোলে এগিয়ে যায়। এরপর মুহুর্মুহু আক্রমনেও সুইসদের বিপক্ষে কাঙিক্ষত গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিক জার্মানি। তাই ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় তারা। বিরতি থেকে ফিরে উল্টো আরও একটি গোল দিয়ে বসে সুইজারল্যান্ড। কিন্তু নডয়ের করা গোলটি অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। এটি ছিল ম্যাচের দ্বিতীয় বাতিল করা গোল, এর আগে জার্মানির রবার্ট অ্যান্ডরিচের গোলও বাতিল করা হয়।

নিউজটি শেয়ার করুন

শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে জার্মানি

আপডেট সময় : ০১:১৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪

জার্মানিতে চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘এ’র উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে জার্মানি। বদলি হিসেবে নামা নিকলাস ফুলক্রুগের শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে সমতায় ম্যাচ শেষ হয়। এতে করে গ্রুপ ‘এ’র শীর্ষস্থানও নিশ্চিত করলো জুলিয়ান ন্যাগেলসম্যানের শিষ্যরা। গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলো নিশ্চিত হলো সুইজারল্যান্ডের।

গত রোববার (২৩ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হয় ম্যাচ। সুইজারল্যান্ড ড্যান নডয়ের গোলে প্রাথমিক লিড নেয়। ম্যাচের যোগ করা সময়ে ফুলক্রুগের গুরুত্বপূর্ণ হেডে সুইসদের বিজয়ের আশা ভেঙ্গে যায়। নাটকীয় গোলের পর জার্মান সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে।

প্রথমার্ধের ২৮তম মিনিটে সুইস সমর্থকরা নডয়ের গোলে এগিয়ে যায়। এরপর মুহুর্মুহু আক্রমনেও সুইসদের বিপক্ষে কাঙিক্ষত গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিক জার্মানি। তাই ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় তারা। বিরতি থেকে ফিরে উল্টো আরও একটি গোল দিয়ে বসে সুইজারল্যান্ড। কিন্তু নডয়ের করা গোলটি অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। এটি ছিল ম্যাচের দ্বিতীয় বাতিল করা গোল, এর আগে জার্মানির রবার্ট অ্যান্ডরিচের গোলও বাতিল করা হয়।