সেমিফাইনালে ইংল্যান্ড
- আপডেট সময় : ০১:১৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
- / ৩৭৬ বার পড়া হয়েছে
প্রেক্ষাপট একেবারেই চেনা। এর আগেও এবারের বিশ্বকাপেই এমন পরিস্থিতি দেখেছে ইংল্যান্ড। যদি-কিন্তুর মারপ্যাঁচ ছিল সুপার এইটে ওঠার আগে। সেখানে পুঁচকে নামিবিয়াকে সামনে পেলে ইংলিশ ব্যাটাররা ম্যাচ জিতলেন মাত্র ১৯ বল খেলে। রানরেটই নিশ্চিত করে দিয়েছিল ইংলিশদের অগ্রযাত্রা। গ্রুপ থেকে রানারআপ হয়ে সুপার এইটে বর্তমান চ্যাম্পিয়নরা।
এবার একই ঘটনাপ্রবাহ দেখা গেল সুপার এইটে এসে। ওয়েস্ট ইন্ডিজকে হারানো দলটা হেরে বসে দক্ষিণ আফ্রিকার কাছে। আরও একবার বিদায়ের শঙ্কা। এবারও সামনে আরেক খর্বশক্তির দল মার্কিন যুক্তরাষ্ট্র। ইংল্যান্ডকে পায় কে! চার ছয়ের পসরা সাজিয়ে ৬২ বল হাতে রেখে জয় তুলে নিল জস বাটলারের দল।
এমন জয়ের পর এক ধাক্কায় ইংল্যান্ডের নেট রানরেট হলো ১.৯৯২। গ্রুপের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফল যাইই হোক না কেন, তাতে ইংলিশদের তিনে টেনে নামানো সম্ভব না। সেমিফাইনালটা ওখানেই নিশ্চিত করে ফেলেছে তারা।
সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে ইংলিশদের হয়ে আলো কেড়েছেন দুজন। একজন ক্রিস জর্ডান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যিনি ইংল্যান্ডের হয়ে প্রথম হ্যাটট্রিক করলেন গতকাল। শেষ ওভারে ৫ বলের ব্যবধানে নিয়েছেন ৪ উইকেট। আছে হ্যাটট্রিকও।
এটি এবারের বিশ্বকাপে তৃতীয় হ্যাটট্রিক, ইংলিশদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ওভারে চার উইকেট নেওয়া দ্বিতীয় বোলার তিনি। প্রথম বোলার আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার, ২০২১ আসরে নেদারল্যান্ডসের বিপক্ষে। ক্রিস জর্ডানের বাইরে ইংল্যান্ড ম্যাচের শিরোনাম হতে পারেন জস বাটলারও। ব্যাট হাতে ইংলিশ অধিনায়ক ছিলেন বিস্ফোরক মেজাজে। তার ৩৮ বলে ৮৩ রানের ওই ইনিংসটাই জয় এনে দেয় ৬২ বল হাতে রেখে।