ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মস্কোয় ভবনে আগুন লেগে ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • / ৪৩৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ার রাজধানী মস্কোয় একটি অফিস ভবনে আগুন লেগে ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। রাজধানীর প্রায় ২৫ কিলোমিটার উত্তর-পূর্বে ফ্রাইজিনোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় এক জরুরি সেবা কর্মকর্তা বলেছেন, আগুনে ভবনের ভেতরে ধসে ছয়জনের মৃত্যু হয়েছে। আর আগুন থেকে বাঁচার জন্য জানালা দিয়ে ঝাঁপ দিয়ে মারা গেছেন আরও দুই জন।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আট তলা কমপ্লেক্সের উপরতলা থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। ভবনটি কী কাজে ব্যবহার হত তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি।

বিবিসি জানায়, এটি একসময় প্লাটান রিসার্চ ইনস্টিটিউট এবং প্রতিরক্ষা শিল্প ভবন ছিল বলে জানিয়েছে তাস। তবে রাশিয়ার মালিকানাধীন ইলেকট্রনিক্স সংগঠন রুসেলেক্ট্রনিক্স বলছে, ভবনটি ১৯৯০ এর দশক থেকেই ব্যক্তি মালিকানাধীন।

জরুরি সেবা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নেভাতে শতাধিক বিশেষজ্ঞ ও দুটি হেলিকপ্টার কাজ করেছে। তবে, কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

মস্কোয় ভবনে আগুন লেগে ৮ জনের মৃত্যু

আপডেট সময় : ০১:৫৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

রাশিয়ার রাজধানী মস্কোয় একটি অফিস ভবনে আগুন লেগে ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। রাজধানীর প্রায় ২৫ কিলোমিটার উত্তর-পূর্বে ফ্রাইজিনোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় এক জরুরি সেবা কর্মকর্তা বলেছেন, আগুনে ভবনের ভেতরে ধসে ছয়জনের মৃত্যু হয়েছে। আর আগুন থেকে বাঁচার জন্য জানালা দিয়ে ঝাঁপ দিয়ে মারা গেছেন আরও দুই জন।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আট তলা কমপ্লেক্সের উপরতলা থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। ভবনটি কী কাজে ব্যবহার হত তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি।

বিবিসি জানায়, এটি একসময় প্লাটান রিসার্চ ইনস্টিটিউট এবং প্রতিরক্ষা শিল্প ভবন ছিল বলে জানিয়েছে তাস। তবে রাশিয়ার মালিকানাধীন ইলেকট্রনিক্স সংগঠন রুসেলেক্ট্রনিক্স বলছে, ভবনটি ১৯৯০ এর দশক থেকেই ব্যক্তি মালিকানাধীন।

জরুরি সেবা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নেভাতে শতাধিক বিশেষজ্ঞ ও দুটি হেলিকপ্টার কাজ করেছে। তবে, কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।