৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:৩০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
- / ৩৮১ বার পড়া হয়েছে
আগামী কয়েকদিন সারা দেশেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত বাড়তে পারে।