লোকসভার বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল গান্ধী
- আপডেট সময় : ০১:৪৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
- / ৩৮১ বার পড়া হয়েছে
ভারতে ১৮তম লোকসভায় প্রধান বিরোধী দলনেতা হচ্ছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধী। দলের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল এ কথা জানিয়েছেন।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার মঙ্গলবারে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ১৮তম লোকসভায় রাহুল গান্ধী প্রধান বিরোধী দলনেতা হচ্ছেন বলে মঙ্গলবার রাতে জানিয়েছেন সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল।
কেসি বেণুগোপাল বলেছেন, ‘কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সনিয়া গান্ধীজি লোকসভার প্রোটেম স্পিকারকে চিঠি লিখে জানিয়েছেন, রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা পদে মনোনীত করা হয়েছে।’
মূলত বুধবারই ভারতের ১৮তম লোকসভায় বিরোধী এবং শাসক জোটের মধ্যে ভোটাভুটি হবে স্পিকার পদ নিয়ে। এর কয়েক ঘণ্টা আগেই এই সিদ্ধান্ত এলো।
এদিকে এই সিদ্ধান্ত ঘোষণা করার আগে দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ইনডিয়া জোটের লোকসভার নেতাদের সঙ্গে এক বৈঠকে যোগ দিয়েছিলেন রাহুল। সেই বৈঠকেই তাকে লোকসভার প্রধান বিরোধী দলনেতা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়।
এ বারের লোকসভা ভোটে কেরলের ওয়েনাড় এবং উত্তরপ্রদেশের রায়বরেলী – দু’টি আসন থেকেই সাড়ে তিন লক্ষেরও বেশি ব্যবধানে জয়ী হয়েছেন রাহুল। এই পরিস্থিতিতে তাঁকে বিরোধী দলনেতা করার জন্য কংগ্রেসের অন্দরে জোরালো দাবি উঠেছিল বলে দলের একটি সূত্র জানিয়েছে।
মঙ্গলবার ‘ইন্ডিয়া’র বৈঠকে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ বিরোধী জোটের বিভিন্ন দলের প্রতিনিধিরা হাজির ছিলেন। সেখানে বুধবারের স্পিকার নির্বাচনে শাসক শিবিরের প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেস সাংসদকে সুরেশকে প্রার্থী করার বিষয়েও সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর।