ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নাচোলে আমবাগান পরিদর্শন করলেন ১৩ দেশের রাষ্ট্রদূত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • / ৩৭৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৩টি দেশের রাষ্ট্রদূত নিয়ে চাপাইনবাবগঞ্জে আম বাগান পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদেশি রাষ্ট্রদূতদেরকে নিয়ে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প পরিদর্শনের আয়োজন করে কৃষি মন্ত্রণালয়।

পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী বলেন, এখন যে পরিমাণ আম রপ্তানি হচ্ছে, এর চেয়ে আরও বেশি রপ্তানি করতেই বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের নিয়ে বাগান পরিদর্শন করা হয়েছে। এতে বিদেশিরা চাষাবাদ ও ফলন দেখে দারুণ খুশি হয়েছে। আশা করা যায়, এই উদ্যোগের ফলে আম রপ্তানি বৃদ্ধি পাবে।

এদিকে, বানিজ্যমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান, উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ ও সুমিষ্ট আম রপ্তানি বাড়াতে আমচাষীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে সরকার। বছরজুড়ে সারাদেশ থেকে কৃষিপণ্য ট্রেন চালু করা হচ্ছে বলেও জানান তিনি।

আমবাগান পরিদর্শনে কৃষিসচিব ওয়াহিদা আক্তার, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান, ব্রুনাই, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, স্পেন, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভুটান, ভিয়েতনাম, শ্রীলংকাসহ ১৩ দেশের রাষ্ট্রদূত, বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি) এর কান্ট্রি ডিরেক্টর, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডবি¬উএফপি) এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

নাচোলে আমবাগান পরিদর্শন করলেন ১৩ দেশের রাষ্ট্রদূত

আপডেট সময় : ১০:৫২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

১৩টি দেশের রাষ্ট্রদূত নিয়ে চাপাইনবাবগঞ্জে আম বাগান পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদেশি রাষ্ট্রদূতদেরকে নিয়ে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প পরিদর্শনের আয়োজন করে কৃষি মন্ত্রণালয়।

পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী বলেন, এখন যে পরিমাণ আম রপ্তানি হচ্ছে, এর চেয়ে আরও বেশি রপ্তানি করতেই বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের নিয়ে বাগান পরিদর্শন করা হয়েছে। এতে বিদেশিরা চাষাবাদ ও ফলন দেখে দারুণ খুশি হয়েছে। আশা করা যায়, এই উদ্যোগের ফলে আম রপ্তানি বৃদ্ধি পাবে।

এদিকে, বানিজ্যমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান, উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ ও সুমিষ্ট আম রপ্তানি বাড়াতে আমচাষীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে সরকার। বছরজুড়ে সারাদেশ থেকে কৃষিপণ্য ট্রেন চালু করা হচ্ছে বলেও জানান তিনি।

আমবাগান পরিদর্শনে কৃষিসচিব ওয়াহিদা আক্তার, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান, ব্রুনাই, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, স্পেন, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভুটান, ভিয়েতনাম, শ্রীলংকাসহ ১৩ দেশের রাষ্ট্রদূত, বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি) এর কান্ট্রি ডিরেক্টর, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডবি¬উএফপি) এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর উপস্থিত ছিলেন।