ধসে পড়ল দিল্লি বিমানবন্দরের ছাদ, কয়েকজন হতাহত
- আপডেট সময় : ১২:৫১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
- / ৩৯০ বার পড়া হয়েছে
ভারতের দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ভবনের ছাদ ধসে অন্তত ৬ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে বিমানবন্দরের টার্মিনাল–১ এর ছাদের কিছু অংশ কয়েকটি গাড়ির ওপর পড়ে। কর্তৃপক্ষ বলছে, ভারি বৃষ্টির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
এ ঘটনার পর নিরাপত্তার কারণে বিমানবন্দরটির ওই টার্মিনাল থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। ভবনটির চেক ইন কাউন্টারগুলোও বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্যা প্রিন্ট।
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সকাল থেকে ভারি বৃষ্টির কারণে পুরানো ভবনটির কানোপির কিছু অংশ ধসে পড়ে। কয়েকজন আহত হয়েছেন। জরুরী সেবায় নিয়োজিতরা আহদের চিকিৎসা সেবা দিচ্ছেন।’
এ ঘটনায় যাত্রীদের কাছে দু:খ প্রকাশ করেছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ। অবশ্য এ ঘটনায় কতজন আহত হয়েছে তার সঠিক কোনো সংখ্যা প্রকাশ করেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে দিল্লি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ৬ জন আহত হওয়ার কথা জানিয়েছেন।
ফায়ার সার্ভিস বলছে, ক্ষতিগ্রস্থ গাড়িগুলোতে আরও কেউ আটকে আছে কিনা তা খোঁজা হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, এ ঘটনায় অন্তত ১ জন নিহত হয়েছেন।