ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলা
- আপডেট সময় : ১২:৪৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
- / ৩৭৭ বার পড়া হয়েছে
ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত একটি ঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গতকাল বৃহস্পতিবার এ হামলা চালানো হয়।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে গাজায় অব্যাহত বিধ্বংসী হামলা চালাচ্ছে ইসরায়েল। এর পর থেকেই মূলত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে। সীমান্তে দুই পক্ষের মধ্যে নিয়মিত ছোট ছোট সংঘর্ষের ঘটনা ঘটছে। সম্প্রতি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এ উত্তেজনা আরও বেড়ে যাওয়ায় সর্বাত্মক যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে।
বার্তা সংস্থা এএফপি বলছে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে ৪৯৫ জন নিহত হয়েছেন।
ইসরায়েলের ঘাঁটিতে হামলার বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়, নাবাতিয়েহ শহর এবং সোহমোর গ্রামকে লক্ষ্য করে শত্রুদের আক্রমণের জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সেনা ঘাঁটিতে কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়। এ ছাড়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আরও দুটি হামলা চালানো হয়। এদের মধ্যে একটিতে ড্রোন ব্যবহার করা হয়েছে।
আলাদা একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ইসরায়েলি হামলায় তাদের চার সেনা নিহত হয়েছে।
এদিকে ইসরায়েল সেনাবাহিনী জানায়, লেবানন থেকে ৩৫টি রকেট ছোড়া হয়েছে। বেশিরভাগ রকেটই নিষ্ক্রিয় করা হয়েছে। এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সম্প্রতি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ওয়াশিংটন সফরকালে জানিয়েছেন, তাঁর দেশ লেবাননে যুদ্ধ চায় না। তবে কূটনীতিক প্রচেষ্টা ব্যর্থ হলে হিজবুল্লাহর ওপর ‘ধ্বংসযজ্ঞ’ চালানো হবে।