ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কোপার কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • / ৩৮৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোপা আমেরিকায় কোস্টারিকার বিপক্ষে জয় পেয়েছে কলম্বিয়া। কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়ে ইতিমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দলটি। এদিন ম্যাচের প্রথম থেকেই কোস্টারিকার ওপর চড়াও হয় কলম্বিয়া। তবে আক্রমণ করেও কাঙ্খিত গোলের দেখা পাওয়া যাচ্ছিলো না। বেশ কয়েকটি দারুণ আক্রমণ হলেও কোনভাবেই কোস্টারিকার রক্ষণ দেয়াল ভেদ হয়নি।

এর মধ্যেই প্রথমার্ধের ৩১ মিনিটে কোস্টারিকার গোলরক্ষকের ফাউলে পেনাল্টি পায় কলম্বিয়া। সেটি গোলে পরিণত করতে ভুল করেননি কলম্বিয়ার স্ট্রাইকার দিয়াজ। তাঁর গোলে প্রথমার্ধে লিড নিয়ে বিরতীতে যায় দলটি।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আক্রমণের ধার আরও বাড়ায় কলম্বিয়া। কোস্টারিকার গোল বক্সে মধ্যে ঘোরাফেরা করতে থাকে কলম্বিয়ার খেলোয়াড়েরা। যার ফলশ্র“তিতে ম্যাচের ৫৯ মিনিটে কর্নার কিক থেকে ভেসে আসা বলে দারুণ হেডে গোল করেন ডেভিনসন চেনচেজ। এর ৩ মিনিট পর জন করডোবা গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-০। এই ব্যবধান নিয়েই জয় নিশ্চিত করে কলম্বিয়া।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে কলম্বিয়া। আগামী মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারাতে হবে ম্যাচটি।

নিউজটি শেয়ার করুন

কোপার কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া

আপডেট সময় : ০১:৩৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

কোপা আমেরিকায় কোস্টারিকার বিপক্ষে জয় পেয়েছে কলম্বিয়া। কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়ে ইতিমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দলটি। এদিন ম্যাচের প্রথম থেকেই কোস্টারিকার ওপর চড়াও হয় কলম্বিয়া। তবে আক্রমণ করেও কাঙ্খিত গোলের দেখা পাওয়া যাচ্ছিলো না। বেশ কয়েকটি দারুণ আক্রমণ হলেও কোনভাবেই কোস্টারিকার রক্ষণ দেয়াল ভেদ হয়নি।

এর মধ্যেই প্রথমার্ধের ৩১ মিনিটে কোস্টারিকার গোলরক্ষকের ফাউলে পেনাল্টি পায় কলম্বিয়া। সেটি গোলে পরিণত করতে ভুল করেননি কলম্বিয়ার স্ট্রাইকার দিয়াজ। তাঁর গোলে প্রথমার্ধে লিড নিয়ে বিরতীতে যায় দলটি।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আক্রমণের ধার আরও বাড়ায় কলম্বিয়া। কোস্টারিকার গোল বক্সে মধ্যে ঘোরাফেরা করতে থাকে কলম্বিয়ার খেলোয়াড়েরা। যার ফলশ্র“তিতে ম্যাচের ৫৯ মিনিটে কর্নার কিক থেকে ভেসে আসা বলে দারুণ হেডে গোল করেন ডেভিনসন চেনচেজ। এর ৩ মিনিট পর জন করডোবা গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-০। এই ব্যবধান নিয়েই জয় নিশ্চিত করে কলম্বিয়া।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে কলম্বিয়া। আগামী মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারাতে হবে ম্যাচটি।