ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে সাইদ জালিলি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • / ৩৮৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে ভোট গনণা। প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন পারমাণবিক মধ্যস্ততাকারী দলের প্রধান সাইদ জালিলি। ইরানের নির্বাচনী সদর দফতরের মুখপাত্র মোহসেন ইসলামি জানিয়েছে, ৫৮ হাজারের মধ্যে ২৭ হাজার ৯৩৮টি ভোটকেন্দ্রে গণনা শেষ হয়েছে।

এতে সাইদ জালিলি এগিয়ে রয়েছেন ৪২ লাখ ৬৬ হাজার ৩৮৬ ভোটে। তিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। আর সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান এখন পর্যন্ত পেয়েছেন ৪২ লাখ ৪৪ হাজার ৮১৫ ভোট। মূলত এই দুই প্রার্থীর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পুর মোহাম্মদি, প্রতিদ্বন্দ্বিতায় থাকা এই দুই প্রার্থী যথাক্রমে ১ লাখ ৩৮ হাজার ৫৮৩ এবং ৮০ হাজার ৫০৬ ভোট পেয়ে অনেক পিছিয়ে রয়েছেন।

দেশটির ভাইস প্রেসিডেন্ট আমির হোসেইন গাজিজাদেহ হাশেমি ও কট্টর রক্ষণশীল রাজনীতিক আলিরেজা জাকানি প্রার্থী হিসেবে দাঁড়ালেও শেষ মুহুর্তে তারা প্রার্থীতা প্রত্যাহার করে নেয়।

আগমীকালের মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর কোনও প্রার্থীই কমপক্ষে ৫০ শতাংশের বেশি ভোট না পেলে শীর্ষ দুই প্রার্থীর মধ্যে পরবর্তীতে রান-অফ রাউন্ডের ভোট অনুষ্ঠিত হবে।

স্থানীয় সময় শনিবার মধ্যরাত পর্যন্ত ভোটগ্রহণ হয়। ভোটদান প্রক্রিয়া চলে ১৬ ঘন্টা ব্যাপি। ভোট প্রদানকারীর সংখ্যা ছিলো ৬ কোটি ১০ লাখের বেশি। গত মাসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এরপরই এই নির্বাচনের ডাক দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে সাইদ জালিলি

আপডেট সময় : ০১:২৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে ভোট গনণা। প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন পারমাণবিক মধ্যস্ততাকারী দলের প্রধান সাইদ জালিলি। ইরানের নির্বাচনী সদর দফতরের মুখপাত্র মোহসেন ইসলামি জানিয়েছে, ৫৮ হাজারের মধ্যে ২৭ হাজার ৯৩৮টি ভোটকেন্দ্রে গণনা শেষ হয়েছে।

এতে সাইদ জালিলি এগিয়ে রয়েছেন ৪২ লাখ ৬৬ হাজার ৩৮৬ ভোটে। তিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। আর সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান এখন পর্যন্ত পেয়েছেন ৪২ লাখ ৪৪ হাজার ৮১৫ ভোট। মূলত এই দুই প্রার্থীর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পুর মোহাম্মদি, প্রতিদ্বন্দ্বিতায় থাকা এই দুই প্রার্থী যথাক্রমে ১ লাখ ৩৮ হাজার ৫৮৩ এবং ৮০ হাজার ৫০৬ ভোট পেয়ে অনেক পিছিয়ে রয়েছেন।

দেশটির ভাইস প্রেসিডেন্ট আমির হোসেইন গাজিজাদেহ হাশেমি ও কট্টর রক্ষণশীল রাজনীতিক আলিরেজা জাকানি প্রার্থী হিসেবে দাঁড়ালেও শেষ মুহুর্তে তারা প্রার্থীতা প্রত্যাহার করে নেয়।

আগমীকালের মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর কোনও প্রার্থীই কমপক্ষে ৫০ শতাংশের বেশি ভোট না পেলে শীর্ষ দুই প্রার্থীর মধ্যে পরবর্তীতে রান-অফ রাউন্ডের ভোট অনুষ্ঠিত হবে।

স্থানীয় সময় শনিবার মধ্যরাত পর্যন্ত ভোটগ্রহণ হয়। ভোটদান প্রক্রিয়া চলে ১৬ ঘন্টা ব্যাপি। ভোট প্রদানকারীর সংখ্যা ছিলো ৬ কোটি ১০ লাখের বেশি। গত মাসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এরপরই এই নির্বাচনের ডাক দেয়া হয়।