দ্বিতীয় দফায় গড়ালো ইরানের প্রেসিডেন্ট নির্বাচন
- আপডেট সময় : ০৯:৩১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
- / ৩৭৪ বার পড়া হয়েছে
ইরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। ভোটের ফলে সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান এগিয়ে থাকলেও প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি তিনি। তাই দেশটির প্রেসিডেন্ট নির্বাচন এখন দ্বিতীয় দফায় গড়িয়েছে। আগামী শুক্রবার (৫ জুলাই) দ্বিতীয় দফার নির্বাচনের ভোট হবে। খবর তাসনিম নিউজ এজেন্সির।
তাসনিম নিউজ এজেন্সির খবর অনুযায়ী, শনিবার (২৯ জুন) ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ির ঘনিষ্ঠ সাইদ জালিলি যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছেন। তবে তাদের কেউ প্রেসিডেন্ট হওয়ার হতে প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। আগামী শুক্রবার (৫ জুলাই) এই দুইজনের মধ্যে দ্বিতীয় দফার নির্বাচনের ভোট হবে।
ইরানের নির্বাচন কমিশনের মুখপাত্র নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে বলেছেন, নির্বাচনে মোট ২ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ১৮৫ ভোট পড়েছে। ভোটের হার ৩৯ দশমিক ৯২ শতাংশ।
ঘোষিত ফলাফল অনুযায়ী, মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন এক কোটি ৪ লাখ ১৫ হাজার ৯৯১ ভোট, যা মোট ভোটের ৪২ দশমিক ৪৫ শতাংশ। আর জালিলি পেয়েছেন ৯৪ লাখ ৭৩ হাজার ২৯৮ ভোট, যা মোট ভোটের ৩৮ দশমিক ৬১ শতাংশ। এ ছাড়া পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ১৩ দশমিক ৭৮ শতাংশ এবং কট্টরপন্থী মোস্তফা পুর মোহাম্মদি শূন্য দশমিক ৮৪ শতাংশ ভোট পেয়েছেন।
এর আগে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উত্তরসূরি বাছাইয়ে শুক্রবার (২৮ জুন) আগাম নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ছয়জনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় গার্ডিয়ান পরিষদ। পরে দুই কট্টরপন্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করলে শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে লড়াই করেন চার প্রার্থী।
ইরানের নিয়ম অনুযায়ী নির্বাচনে কোনো প্রার্থী যদি নূন্যতম ৫০ শতাংশ ভোট না পান, তবে নির্বাচন দ্বিতীয় দফায় গড়াবে। প্রথম দফার নির্বাচনে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা দুই প্রার্থীর মধ্যে লড়াই হবে তখন। প্রথম দফার ফল ঘোষণার পর প্রথম যে শুক্রবারটি আসবে, সেদিনই হবে দ্বিতীয় দফার ভোট।