ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
গাজীপুরের জয়দেবপুরে গাড়ি পোড়ানোর মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জনকে খালাস দিয়েছেন আদালত :::: অর্জনকে নস্যাৎ করতে পতিত স্বৈরাচার পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে, ঐক্য ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে : মির্জা ফখরুল :::: সুপ্রিম কোর্ট ও দেশের জেলা আদালতগুলোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টিতে প্রধান বিচারপতির উদ্বেগ প্রকাশ :::: চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় ১ হাজার ৪৭৬ জনকে আসামি করে তিনটি মামলা

সংখ্যালঘুদের সুরক্ষায় আইন দাবি সংসদে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • / ৩৮৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্নীতি বন্ধ, আদালতের বিচারক সংকট নিরসন, মামলাজট কমানো ও সংখ্যালঘুদের সুরক্ষায় বিশেষ আইন করতে বলেছেন সংসদ সদস্যরা। জাতীয় সংসদে বাজেট বরাদ্দের ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় এসব দাবী তোলেন তারা। এসময় আইনমন্ত্রী মন্ত্রী বলেন, মামলাজট কমাতে আরো ১৫৮টি আদালত বাড়ানোর কাজ চলছে। শিক্ষা খাতে বৈষম্য, দুর্নীতি ও শিক্ষকদের অবসরের পর ভোগান্তি কমানোর দাবিও জানান সংসদ সদস্যরা।

২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাসের আগে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জন্য অর্থ বরাদ্দের দাবির ন্সিপত্তি চলছে জাতীয় সংসদে। মঞ্জুরি দাবির উপর বিরোধী দলের সদস্যদের আনা ছাঁটাই প্রস্তাবের আলোচনায় সরকারের বিভিন্ন পদক্ষেপ্রের সমালোচনা করেন।

আইন ও বিচার বিভাগের বরাদ্দে ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা, মামলা জটের জন্য সাধারণ মানুষের ভোগান্তি তুলে ধরেন। দরিদ্র ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নিতে বলেন। এসময়, মামলাজট কমাতে সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন আইনমন্ত্রী আনিসুল হক।

পরে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বরাদ্দের ছাঁটাই প্রস্তাবের আলোচনা অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেন, শিক্ষায় দুর্নীতি প্রকট হয়েছে। শিক্ষা খাতে বৈষম্য কমানোর পাশাপাশি শিক্ষকদের অবসরকালীন ভোগান্তি কমানোর দাবি জানান।

সামাজিক সুরক্ষা খাতে বিভিন্ন ধরণের ভাতা বৃদ্ধি করতে বলেন সংসদ সদস্যরা। এছাড়া তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ঋণের প্রভাব মোকাবেলা করতে সমাজকল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংসদরা।

নিউজটি শেয়ার করুন

সংখ্যালঘুদের সুরক্ষায় আইন দাবি সংসদে

আপডেট সময় : ০৩:০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪

দুর্নীতি বন্ধ, আদালতের বিচারক সংকট নিরসন, মামলাজট কমানো ও সংখ্যালঘুদের সুরক্ষায় বিশেষ আইন করতে বলেছেন সংসদ সদস্যরা। জাতীয় সংসদে বাজেট বরাদ্দের ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় এসব দাবী তোলেন তারা। এসময় আইনমন্ত্রী মন্ত্রী বলেন, মামলাজট কমাতে আরো ১৫৮টি আদালত বাড়ানোর কাজ চলছে। শিক্ষা খাতে বৈষম্য, দুর্নীতি ও শিক্ষকদের অবসরের পর ভোগান্তি কমানোর দাবিও জানান সংসদ সদস্যরা।

২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাসের আগে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জন্য অর্থ বরাদ্দের দাবির ন্সিপত্তি চলছে জাতীয় সংসদে। মঞ্জুরি দাবির উপর বিরোধী দলের সদস্যদের আনা ছাঁটাই প্রস্তাবের আলোচনায় সরকারের বিভিন্ন পদক্ষেপ্রের সমালোচনা করেন।

আইন ও বিচার বিভাগের বরাদ্দে ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা, মামলা জটের জন্য সাধারণ মানুষের ভোগান্তি তুলে ধরেন। দরিদ্র ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নিতে বলেন। এসময়, মামলাজট কমাতে সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন আইনমন্ত্রী আনিসুল হক।

পরে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বরাদ্দের ছাঁটাই প্রস্তাবের আলোচনা অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেন, শিক্ষায় দুর্নীতি প্রকট হয়েছে। শিক্ষা খাতে বৈষম্য কমানোর পাশাপাশি শিক্ষকদের অবসরকালীন ভোগান্তি কমানোর দাবি জানান।

সামাজিক সুরক্ষা খাতে বিভিন্ন ধরণের ভাতা বৃদ্ধি করতে বলেন সংসদ সদস্যরা। এছাড়া তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ঋণের প্রভাব মোকাবেলা করতে সমাজকল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংসদরা।