১৯৯৩ সালের পর ইতালিকে কখনো হারাতে পারেনি সুইজারল্যান্ড। ৩১ বছরের সেই অপেক্ষা চলমান ইউরোর শেষ ষোলোর ম্যাচে দূর করলো তারা। একইসঙ্গে ২০০৪ সালের পর ইতালি কখনো ইউরোর কোয়ার্টার ফাইনালের আগে থামেনি। কিন্তু এবার কোয়ার্টার ফাইনালে উঠার ম্যাচে জার্মানির বার্লিনে দুটি ইতিহাসই লেখা হলো নতুন করে।
ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ইতালিকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো থেকে বিদায় করেছে সুইজারল্যান্ড। সেই সঙ্গে নিজেদের ফুটবল ইতিহাসে এই প্রথম বড় টুর্নামেন্টে (বিশ্বকাপ ও ইউরো) টাইব্রেকার ছাড়া কোয়ার্টার ফাইনালে উঠলো সুইজারল্যান্ড।
সুইজারল্যান্ডকে ঐতিহাসিক জয় এনে দেয়া গোল দুটি করেছেন রেমো ফ্রেলার ও রুবেন ভারগাস। ইতালি পুরো নব্বই মিনিটে শট লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র একটিই।
১৯৯৩ সালে বিশ্বকাপ বাছাইয়ে ১-০ ব্যবধানে হারার পর ১১ ম্যাচ ও ৩১ বছর পর ইতালিকে হারাল সুইজারল্যান্ড। আর দুই দশক পর আবারও মহাদেশসেরা টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিলো ইতালি।