শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকা ত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রমিকদেরকে কল-কারখানার লাভের একটি অংশ দিতে হবে: নুর ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা আরও জনশক্তি রপ্তানিতে মালয়েশিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি ‘মালয়েশিয়ার সাথে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চাই’ আটকে পড়া ১৮ হাজার শ্রমিকের বিষয় বিবেচনা করবে মালয়েশিয়া সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে ৭ দিনের রিমান্ড সংখ্যালঘু নির্যাতনের বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবি রাজনৈতিক কারণে ইসরাইলের সঙ্গে কঠোর হতে পারছে না যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার অধিকার নেই ট্রাম্পের: কামালা হ্যারিস খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে হাসিনার বিরুদ্ধে মামলা দেশের ৩ জেলায় বন্যার আশঙ্কা ‘ইরান পুরো শক্তি দিয়ে ইসরাইলকে মোকাবেলা করবে’ শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত জাতিসংঘের মহাসচিব বসুন্ধরার সোবহান পরিবারের হাজার কোটি টাকা যুক্তরাজ্যে পাচার! পুরানো বন্ধুকে অভ্যুত্থানের গল্প শোনালেন ড. ইউনূস ভারতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্রে হাসিনা: এ্যানী সংলাপে দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাইবে বিএনপি ‘সাড়ে ১৫ বছর ইতিহাসের বর্বরতম নির্যাতন চলেছে জামায়াতের ওপর’ ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

জর্জিয়াকে ৪-১ গোলে হারিয়ে শেষ আটে স্পেন

স্পোর্টস ডেস্ক / ৩৬ জন দেখেছেন
আপডেট : শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন
জর্জিয়াকে ৪-১ গোলে হারিয়ে শেষ আটে স্পেন

প্রথমবারের মতো ইউরো খেলতে এসে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছিল জর্জিয়া। তবে আজ স্পেনের বিপক্ষে নকআউটে নেমেই জর্জিয়ানদের সেই স্বপ্নযাত্রা থেমে গেছে। আত্মঘাতী গোলে শুরুতেই এগিয়ে গেলেও শেষ পর্যন্ত তারা হজম করেছে ৪ গোল।

শেষ পর্যন্ত জর্জিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে অন্যতম ফেবারিট স্পেন। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে তারা।কোলন স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্পেন।

৫ মিনিটে সুযোগ তৈরি লামিনে ইয়ামালের ড্রাইভে দানি কারভাহাল বল পেয়ে ক্রস দেন বক্সের মাঝে। পেদ্রি সেখানে ছিলেন, পা সামনে বাড়িয়ে নেওয়া তার দুর্বল শট সহজে ঠেকান জর্জিয়া কিপার মামারদাশভিলি। ১০ মিনিটে নিকো উইলিয়ামসের ক্রস থেকে দানি কারভাহালের হেড সেভ করে গোল হতে দেননি তিনি। কিছুক্ষণ পর উল্টো গোল হজম করে চাপে পড়ে স্পেন।

কাকাবাদজে ডান দিক থেকে গোলমুখের সামনে বাড়ান। প্রতিপক্ষ খেলোয়াড়ের চ্যালেঞ্জের মুখে লে নরমান্দের কোমরে লেগে জালে জড়ায় বল। আত্মঘাতী গোলে এগিয়ে যায় জর্জিয়া। তিন মিনিট পর ফ্যাবিয়ান রুইজের শট ঠেকিয়ে দেন মামারদাশভিলি। অথচ মুহুর্মুহু আক্রমণ করেও গোল পাচ্ছিল না স্পেন। অবশেষে বিরতির আগে সমতা ফেরায় তারা। বক্সের বাইরে থেকে উইলিয়ামসকে বল দেন রদ্রি। ফিরতি পাস পেয়ে ছোট ডি বক্স থেকে জাল কাঁপান তিনি। ৩৯ মিনিটে সমতা ফেরায় স্পেন।

দ্বিতীয়ার্ধে ফিরে লিড নেওয়ার সুযোগ তৈরি করেছিল জর্জিয়া। পেদ্রি বলের দখল হারালে কারাস্তখেলিয়া বল পান। স্প্যানিশ গোলকিপার উনাই সিমনকে লাইন ছেড়ে বেরিয়ে আসতে দেখে হাফ লাইন থেকে গোলপোস্টে বল মারেন। বাঁ পোস্টের বাইরে দিয়ে বল না গেলে দেখার মতো গোল হতো এটা।

৫১ মিনিটে ইয়ামালের নৈপুণ্যে স্পেন এগিয়ে যায়। তার ফ্রি কিক মামারদাশভিলি ফিরিয়ে দিলেও স্পেন বল ফিরে পায়। ডানদিকে ইয়ামাল বল পেয়ে ক্রস দেন বক্সের মধ্যে রুইজকে, যার শক্তিশালী হেডে স্প্যানিশরা ২-১ গোলে এগিয়ে যায়।

৭৫ মিনিটে রুইজের ভাসানো বল পেয়ে সহজেই জাল কাঁপান উইলিয়ামস। ৫২ মিনিটে পেদ্রির বদলি নামা দানি ওলমো দলের হয়ে চতুর্থ গোল করেন। ৮৩ মিনিটে জর্জিয়া বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুযোগ নেন তিনি এবং বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন। শেষ দিকে ইয়ামালের দারুণ কয়েকটি প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট না হলে ব্যবধান আরও বাড়তে পারতো। এর মধ্যে মামারদাশভিলি অবিশ্বাস্য সেভে তাকে হতাশ করেন।

পুরো ম্যাচে দাপট দেখিয়েছে স্পেন। ৩৫টি শট নিয়েছে তারা, যার মধ্যে ১৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে চারবার শট নেওয়া জর্জিয়া লক্ষ্যে রাখতে পারেনি একটিও। বল দখলেও আধিপত্য বি¯ার করে খেলেছে স্পেন। ৭৫ শতাংশ সময় বল তাদের পায়ে ছিল। তাই আরও বড় ব্যবধানে জিততে না পারার আক্ষেপ হয়তো থাকছে লা রোহাদের।

স্পেন শেষ আটে মুখোমুখি হবে স্বাগতিক জার্মানির। আগামী ৫ জুলাই স্টুটগার্ট এরেনায় হবে সেমিফাইনালে ওঠার লড়াই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্য সংবাদ