জাপানের শান্তি স্মৃতিস্তম্ভের সনদ তুলে দেয়া হলো প্রধানমন্ত্রীর হাতে
- আপডেট সময় : ০৩:৪৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
- / ৪০৭ বার পড়া হয়েছে
সম্প্রতি জাপানের নাগাসাকি পীস পার্কে শান্তি-স্মৃতিস্তম্ভ স্থাপন করেছে বাংলাদেশ। পারমাণবিক বোমামুক্ত একটি শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের অংশ হিসেবে এবং সারা বিশ্বের মানুষের কাছে এ শান্তির বার্তা পৌঁছে দিতে বাংলাদেশ সরকার এই শান্তি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে।
আজ সোমবার পহেলা জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিপরিষদ সভার শুরুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আর আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী সার্টিফিকেটটি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।
গত ২৮ মে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আর, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি জাপানের নাগাসাকি শহরের পিস পার্কে বাংলাদেশ সরকার ও জনগনের পক্ষে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত শান্তি স্মৃতি স্তম্ভের উদ্বোধন করেন।
তিন মিটার উঁচু স্মৃতিস্তম্ভটি কালো গ্রানাইট ও সাদা মার্বেল পাথরে তৈরি।
এ শান্তি-স্মৃতিস্তম্ভ স্থাপন করায় নাগাসাকির মেয়র সুজুকি শিরো বাংলাদেশকে নিদর্শন স্বরুপ একটি সার্টিফিকেট প্রদান করেছেন।