ফ্রান্সে প্রথম দফা ভোটে ভরাডুবি মাখোঁর
- আপডেট সময় : ১২:২৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
- / ৩৮৯ বার পড়া হয়েছে
ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটে এগিয়ে কট্টর ডানপন্থীরা। গত কয়েক দশকের মধ্যে এবার প্রথমবারের মতো কট্টর ডানপন্থীরা ক্ষমতার খুব কাছে রয়েছে। অপরদিকে বড় পরাজয়ের মুখে পড়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর জোট। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বুথফেরত জরিপ অনুযায়ী, নির্বাচনে প্রায় ৩৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হওয়ার পথে মেরিন লে পেন এবং জর্ডান বারডেলার কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি (আরএন)। আর প্রায় ২৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হতে পারে বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট। মাখোঁর জোট ২০ দশমিক ৫ শতাংশ থেকে ২৩ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হতে যাচ্ছে।
দেশটির স্থানীয় সময় গতকাল রোববার সকাল ৬টা থেকে প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়। ছোট শহরগুলোতে ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৪টায় এবং বড় শহরগুলোতে সন্ধ্যা ৬টায়। এবার রেকর্ড ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানা গেছে।
ফ্রান্সে পার্লামেন্টের ন্যাশনাল অ্যাসেম্বলির ৫৭৭টি আসনের জন্য দুই দফায় ভোট হয়ে থাকে। পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ২৮৯ আসন প্রয়োজন। এবার জনমত জরিপের সঙ্গে বুথফেরত জরিপের তেমন ব্যবধান নেই। তবে কারা সরকার গঠন করতে যাচ্ছে, তা জানতে দ্বিতীয় ধাপের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগামী ৭ জুলাই দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে।
এদিকে এবার কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে বলে মনে করছের রাজনৈতিক বিশ্লেষকেরা। এতে দেশটিতে রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে আশঙ্কা করা হচ্ছে।