চাঁদ থেকে রহস্যজনক বস্তু সংগ্রহের দাবি করেছেন চীনা বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, চাঁদের এসব নমুনা বিশ্লেষণের মাধ্যমে চাঁদের দুই দিকে ভৌগোলিক পার্থক্য নিয়ে ওঠা প্রশ্নগুলোর রহস্য ভেদ করা সম্ভব হবে।
মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, গত মঙ্গলবার (২৫ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় চাঁদ থেকে বেইজিংয়ের উত্তরে ‘ইনার মঙ্গোলিয়া’ অঞ্চলে ফিরে এসেছে চীনের তৈরি নভোযান চ্যাং-ই-৬। সঙ্গে করে নিয়ে এসেছে বেশ কিছু রহস্যজনক নমুনা।
চীনা বিজ্ঞানীদের দাবি, চাঁদ থেকে আনা নমুনাগুলোর মধ্যে ২৫ লাখ বছরের পুরনো আগ্নেয়শিলা থাকতে পারে। এখন এসব নমুনা বিশ্লেষণ করবেন চীনা ও বিদেশি বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা মনে করছেন, নমুনাগুলো বিশ্লষেণর মাধ্যমে চাঁদ নিয়ে অনেক রহস্য ভেদ করা সম্ভব হবে।
চাঁদ থেকে মাটি, পাথর ও অন্যান্য নমুনা সংগ্রহের উদ্দেশ্যে গত ৩ মে চাঁদে চ্যাং-৬ চন্দ্রযান পাঠায় চীন। এর আগে অন্য কোনো দেশ চাঁদ থেকে মাটি কিংবা পাথর তুলে আনতে পারেনি। এবারই প্রথমবারের মতো চীন দাবি করল, তারা চাঁদ থেকে রহস্যজনক বস্তু সংগ্রহ করে পৃথিবীতে এনেছে।