ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ট্রাম্পের দায়মুক্তির রায়কে ‘বিপজ্জনক নজির’ বললেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • / ৪১১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দেওয়া সুপ্রিম কোর্টের রায়কে ‘বিপজ্জনক নজির’ বলে অভিহিত করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আসন্ন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করতে মার্কিন জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

বার্ত সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল সোমবার সুপ্রিম কোর্ট রায় ঘোষণার পর হোয়াইট হাউস থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান জো বাইডেন। তিনি বলেন, সুপ্রিম কোর্ট মার্কিন জনগণের জন্য ‘ক্ষতিকর হয়ে উঠছে’। যে মূলনীতির ওপর এই জাতি প্রতিষ্ঠিত, তা হলো— যুক্তরাষ্ট্রে কোনো রাজা থাকবে না। আইনের চোখে সবাই সমান। কিন্তু সুপ্রিম কোর্টের এই রায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে রাজায় পরিণত করতে পারে।’

গতকাল সোমবার সুপ্রিম কোর্ট তার রায়ে বলেছেন, ‘দেশের প্রেসিডেন্ট পদে থাকাবস্থায় যেসব দাপ্তরিক অপরাধমূলক পদক্ষেপ ট্রাম্প নিয়েছেন, সেক্ষেত্রে দায়মুক্তি পেতে পারেন তিনি।’

এই রায়কে যুগান্তকারী বলছেন বিশ্লেষকেরা। কারণ এই প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্ট তাঁর কাজের জন্য দায়মুক্তি পেলেন।

এই রায়ের পর ৮১ বছর বয়সী বাইডেন বলেন, ‘আদালতের এই রায়ের অর্থ হচ্ছে, একজন প্রেসিডেন্ট কী করতে পারেন, তার কোনও সীমা–পরিসীমা নেই। এটি একটি বিপজ্জনক নজির স্থাপিত হলো। এখন থেকে প্রেসিডেন্টের ক্ষমতা আর আইন দ্বারা সীমাবদ্ধ থাকল না।’

মার্কিন জনগণকে উদ্দেশ্য করে জো বাইডেন বলেন, ‘আদালতের যা করা উচিত ছিল, মার্কিন জনগণের এখন সেটাই করা উচিত। আসন্ন নভেম্বরের নির্বাচনে জনগণই ট্রাম্পের বিষয়ে রায় দেবে।’

আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও তাঁরা প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। ওই সময়ে প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টা, ক্যাপিটল হিলে হামলায় উসকানি দেওয়া, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়া, কর ফাঁকি, রাষ্ট্রের গোপন নথি অপসারণসহ নানা অভিযোগে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি আদালতে ট্রাম্পের বিচার চলছে।

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বে ৬ জন বিচারপতির একটি বেঞ্চ যে রায় ঘোষণা করেছেন—তাতে বলা হয়েছে দেশের প্রেসিডেন্টের পদে থাকা অবস্থায় যেসব দাপ্তরিক অপরাধমূলক পদক্ষেপ ট্রাম্প নিয়েছেন, সেসবের ক্ষেত্রে দায়মুক্তি ভোগ করবেন ডোনাল্ড ট্রাম্প।

বিচারকেরা বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে সাংবিধানিক ক্ষমতাবলে দায়মুক্তি পেতে পারেন ট্রাম্প। তবে, তাঁর বিরুদ্ধে করা মামলাগুলো নিম্ন আদালতে পাঠানো হয়েছে। সেখান থেকে নির্ধারণ করা হবে কোনগুলো দাপ্তরিক ও কোনগুলো এর বাইরে। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট বিশেষ নির্দেশনাও দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের দায়মুক্তির রায়কে ‘বিপজ্জনক নজির’ বললেন বাইডেন

আপডেট সময় : ০২:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দেওয়া সুপ্রিম কোর্টের রায়কে ‘বিপজ্জনক নজির’ বলে অভিহিত করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আসন্ন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করতে মার্কিন জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

বার্ত সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল সোমবার সুপ্রিম কোর্ট রায় ঘোষণার পর হোয়াইট হাউস থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান জো বাইডেন। তিনি বলেন, সুপ্রিম কোর্ট মার্কিন জনগণের জন্য ‘ক্ষতিকর হয়ে উঠছে’। যে মূলনীতির ওপর এই জাতি প্রতিষ্ঠিত, তা হলো— যুক্তরাষ্ট্রে কোনো রাজা থাকবে না। আইনের চোখে সবাই সমান। কিন্তু সুপ্রিম কোর্টের এই রায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে রাজায় পরিণত করতে পারে।’

গতকাল সোমবার সুপ্রিম কোর্ট তার রায়ে বলেছেন, ‘দেশের প্রেসিডেন্ট পদে থাকাবস্থায় যেসব দাপ্তরিক অপরাধমূলক পদক্ষেপ ট্রাম্প নিয়েছেন, সেক্ষেত্রে দায়মুক্তি পেতে পারেন তিনি।’

এই রায়কে যুগান্তকারী বলছেন বিশ্লেষকেরা। কারণ এই প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্ট তাঁর কাজের জন্য দায়মুক্তি পেলেন।

এই রায়ের পর ৮১ বছর বয়সী বাইডেন বলেন, ‘আদালতের এই রায়ের অর্থ হচ্ছে, একজন প্রেসিডেন্ট কী করতে পারেন, তার কোনও সীমা–পরিসীমা নেই। এটি একটি বিপজ্জনক নজির স্থাপিত হলো। এখন থেকে প্রেসিডেন্টের ক্ষমতা আর আইন দ্বারা সীমাবদ্ধ থাকল না।’

মার্কিন জনগণকে উদ্দেশ্য করে জো বাইডেন বলেন, ‘আদালতের যা করা উচিত ছিল, মার্কিন জনগণের এখন সেটাই করা উচিত। আসন্ন নভেম্বরের নির্বাচনে জনগণই ট্রাম্পের বিষয়ে রায় দেবে।’

আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও তাঁরা প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। ওই সময়ে প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টা, ক্যাপিটল হিলে হামলায় উসকানি দেওয়া, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়া, কর ফাঁকি, রাষ্ট্রের গোপন নথি অপসারণসহ নানা অভিযোগে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি আদালতে ট্রাম্পের বিচার চলছে।

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বে ৬ জন বিচারপতির একটি বেঞ্চ যে রায় ঘোষণা করেছেন—তাতে বলা হয়েছে দেশের প্রেসিডেন্টের পদে থাকা অবস্থায় যেসব দাপ্তরিক অপরাধমূলক পদক্ষেপ ট্রাম্প নিয়েছেন, সেসবের ক্ষেত্রে দায়মুক্তি ভোগ করবেন ডোনাল্ড ট্রাম্প।

বিচারকেরা বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে সাংবিধানিক ক্ষমতাবলে দায়মুক্তি পেতে পারেন ট্রাম্প। তবে, তাঁর বিরুদ্ধে করা মামলাগুলো নিম্ন আদালতে পাঠানো হয়েছে। সেখান থেকে নির্ধারণ করা হবে কোনগুলো দাপ্তরিক ও কোনগুলো এর বাইরে। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট বিশেষ নির্দেশনাও দিয়েছেন।