‘সমুদ্র সম্পদ বদলে দিতে পারে বাংলাদেশের অর্থনীতি’
- আপডেট সময় : ০৫:৫৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
- / ৩৮৪ বার পড়া হয়েছে
অর্থনীতিতে সমুদ্র সম্পদের অপার সম্ভাবনার কথা জানিয়ে এই সম্পদ আহরণে গবেষণা ও বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এজন্য উন্নয়ন সহযোগীদের সহায়তা প্রয়োজন বলেও জানান তিনি। বাংলাদেশের সমুদ্র সম্পদের সমৃদ্ধি নিয়ে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে এসব বলেন স্পিকার।
সমুদ্র সম্পদের সমৃদ্ধি প্রসঙ্গে বুধবার পরিকল্পনা মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি যৌথভাবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। এতে দেশি বিদেশী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে যোগ দিয়ে এডিবি’র দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইয়াংমিং ইয়ং বলেন, বাংলাদেশের সমুদ্র সম্পদ শুধু এ দেশ নয়, বরং এই অঞ্চলের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে পারে। এজন্য পারস্পরিক সহযোগিতার কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, সমুদ্র সম্পদ বাংলাদেশের অর্থনীতির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই সম্পদকে যথাযথভাবে কাজে লাগিয়ে ভবিষৎ প্রজন্মের জন্য টেকসই বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।
শুধু সম্পদ আহরণ নয়, পরিবেশের ভারসাম্য বজায় রেখে কিভাবে উন্নয়ন করা যায় সে বিষয়েও গুরুত্ব দেয়ার তাগিদ দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।