ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১০:০০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • / ৩৩৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাঠের লড়াইয়ে পুরো ম্যাচজুড়েই ব্রাজিলের কঠিন পরীক্ষা নিয়েছে কলম্বিয়া। ম্যাচের শুরুতে ব্রাজিল এগিয়ে গেলেও বাকি সময় সেলেসাও ডিফেন্ডারদের ব্যস্ত রেখেছে কলম্বিয়ার আক্রমণভাগের ফুটবলাররা। বুধবার (০৩ জুলাই) কলম্বিয়াকে ১-১ গোলে রুখে দিয়ে গ্রুপ ডি থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সান্তা ক্লারার লেভিস স্টেডিয়ামে খেলতে নেমে ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় ব্রাজিল। ১২তম মিনিটে বাঁ-পায়ের দুর্দান্ত এক ফ্রি কিক থেকে কলম্বিয়ার জালে বল জড়িয়ে দেন বার্সেলোনা তারকা রাফিনহা।

সেই গোল হজম করার পর পরিশোধে মরিয়া হয়ে উঠে কলম্বিয়ানরা। একের পর এক আক্রমণ করলেও প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। কলম্বিয়ার পক্ষে ড্যানিয়েল মুনোজ গোল করলে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ব্রাজিল লিড নেওয়ার চেষ্টা করলেও বলার মতো ভালো আক্রমণ তুলতে পারেনি। দুই একটা সুযোগ তৈরি হলেও তা গোছানো বা জোরালো ছিল না। বরং মিডফিল্ড ও রক্ষণে এলোমেলো ও ভুল পাস খেলে গোল খাওয়ার শঙ্কায় পড়েছিল সেলেকাওরা। কলম্বিয়া ভুল না করলে হারই হতো ব্রাজিলের সঙ্গী।

এদিকে, ম্যাচের সপ্তম মিনিটে হলুদ কার্ড পান ব্রাজিলের উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষেও হলুদ কার্ড দেখেছিলেন তিনি। টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় ব্রাজিলের জার্সিতে পরের ম্যাচ খেলতে পারবেন না তিনি।

নিউজটি শেয়ার করুন

কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

আপডেট সময় : ১০:০০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪

মাঠের লড়াইয়ে পুরো ম্যাচজুড়েই ব্রাজিলের কঠিন পরীক্ষা নিয়েছে কলম্বিয়া। ম্যাচের শুরুতে ব্রাজিল এগিয়ে গেলেও বাকি সময় সেলেসাও ডিফেন্ডারদের ব্যস্ত রেখেছে কলম্বিয়ার আক্রমণভাগের ফুটবলাররা। বুধবার (০৩ জুলাই) কলম্বিয়াকে ১-১ গোলে রুখে দিয়ে গ্রুপ ডি থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সান্তা ক্লারার লেভিস স্টেডিয়ামে খেলতে নেমে ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় ব্রাজিল। ১২তম মিনিটে বাঁ-পায়ের দুর্দান্ত এক ফ্রি কিক থেকে কলম্বিয়ার জালে বল জড়িয়ে দেন বার্সেলোনা তারকা রাফিনহা।

সেই গোল হজম করার পর পরিশোধে মরিয়া হয়ে উঠে কলম্বিয়ানরা। একের পর এক আক্রমণ করলেও প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। কলম্বিয়ার পক্ষে ড্যানিয়েল মুনোজ গোল করলে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ব্রাজিল লিড নেওয়ার চেষ্টা করলেও বলার মতো ভালো আক্রমণ তুলতে পারেনি। দুই একটা সুযোগ তৈরি হলেও তা গোছানো বা জোরালো ছিল না। বরং মিডফিল্ড ও রক্ষণে এলোমেলো ও ভুল পাস খেলে গোল খাওয়ার শঙ্কায় পড়েছিল সেলেকাওরা। কলম্বিয়া ভুল না করলে হারই হতো ব্রাজিলের সঙ্গী।

এদিকে, ম্যাচের সপ্তম মিনিটে হলুদ কার্ড পান ব্রাজিলের উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষেও হলুদ কার্ড দেখেছিলেন তিনি। টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় ব্রাজিলের জার্সিতে পরের ম্যাচ খেলতে পারবেন না তিনি।