রাজনীতিতে বিএনপি বেপরোয়া চালক: কাদের
- আপডেট সময় : ০৭:২৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
- / ৩৭৭ বার পড়া হয়েছে
রাজনীতিতে বিএনপি হচ্ছে বেপরোয়াচালক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (৩ জুলাই) সাভারের হেমায়েতপুরে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
কখন কোথায় দুর্ঘটনা ঘটিয়ে বসে কেউ জানে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সড়ক পথে না, নদী পথে না, বিএনপি চলে আকাশপথে। আকাশপথে আসে মধ্যরাতের ফরমান।
বিএনপি চলে লন্ডন থেকে রিমোর্ট কন্ট্রোলে উল্লেখ ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের দিনের আরাম রাতের ঘুম হারাম হয়ে গেছে। কখন তারেক রহমানের ডাক আসে। কখন কার চাকরি নট হয়ে যায়। কেউ জানে না।
তিনি বলেন, ফখরুল সাহেবও শান্তিতে নাই। বড় বড় নেতারা সবাই এখন তারেকআতঙ্কে আছে। কখন কার গদি খেয়ে ফেলে, সেই ভয়ে সবাই থর থর করে কাঁপছে। এজন্য রাত হলে নেতারা ঘুমায় না। কখন যে কে যায় কে আসে কেউ জানে না।
বিএনপির আন্দোলন নিয়ে সেতুমন্ত্রী বলেন, ভুয়া দলের ভুয়া কর্মসূচি। দিন যায়, রাত পোহায়, মাস যায় বছর যায়। বিএনপির আন্দোলন হয় না। মরা গাঙ্গে জোয়ার আসে না। ভাঙ্গা হাট কোনোদিন জমে না। বিএনপি আন্দোলনও জমে না।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি পরনির্ভরশীল। পেনশন স্কিম নিয়ে শিক্ষক আন্দোলন এবং কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। তবে পরের ওপর নির্ভর করে কোনোদিন আন্দোলন হয় না।