১১ মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা
- আপডেট সময় : ১১:০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
- / ৩৭৬ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিক্ষোভে দমনপীড়ন চালানোর অভিযোগে অন্তত ১১ মার্কিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। গাজায় ধারাবাহিক ইসরায়েলি হামলার প্রতিবাদে গত মে মাসে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা।
বুধবার (০৩ জুলাই) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ সংক্রান্ত আইনের আওতায় মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। জর্জিয়া, টেক্সাস, ফ্লোরিডা, বোস্টন, কলাম্বিয়া ও অ্যারিজোনাসহ বিভিন্ন অঙ্গরাজ্যের পুলিশ কর্মকর্তাদেরকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
এসব কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করে ইরান জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা মার্কিন পুলিশ কর্মকর্তারা ইরানি অর্থ ব্যবস্থা ও ব্যাংকিং সিস্টেমে লেনদেন করতে পারবেন না। পাশাপাশি তাদের সম্পদ জব্দ করা হবে এবং তাদেরকে ইরানে প্রবেশের ভিসা দেয়া হবে না। সূত্র: পার্স টুডে