শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকা ত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রমিকদেরকে কল-কারখানার লাভের একটি অংশ দিতে হবে: নুর ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা আরও জনশক্তি রপ্তানিতে মালয়েশিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি ‘মালয়েশিয়ার সাথে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চাই’ আটকে পড়া ১৮ হাজার শ্রমিকের বিষয় বিবেচনা করবে মালয়েশিয়া সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে ৭ দিনের রিমান্ড সংখ্যালঘু নির্যাতনের বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবি রাজনৈতিক কারণে ইসরাইলের সঙ্গে কঠোর হতে পারছে না যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার অধিকার নেই ট্রাম্পের: কামালা হ্যারিস খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে হাসিনার বিরুদ্ধে মামলা দেশের ৩ জেলায় বন্যার আশঙ্কা ‘ইরান পুরো শক্তি দিয়ে ইসরাইলকে মোকাবেলা করবে’ শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত জাতিসংঘের মহাসচিব বসুন্ধরার সোবহান পরিবারের হাজার কোটি টাকা যুক্তরাজ্যে পাচার! পুরানো বন্ধুকে অভ্যুত্থানের গল্প শোনালেন ড. ইউনূস ভারতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্রে হাসিনা: এ্যানী সংলাপে দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাইবে বিএনপি ‘সাড়ে ১৫ বছর ইতিহাসের বর্বরতম নির্যাতন চলেছে জামায়াতের ওপর’ ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ডেঙ্গু আক্রান্তের দুই-তৃতীয়াংশই ঢাকার বাইরের

অনলাইন ডেস্ক / ৩৫ জন দেখেছেন
আপডেট : শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন
ডেঙ্গু আক্রান্তের দুই-তৃতীয়াংশই ঢাকার বাইরের

টানা বৃষ্টির পরও ঢাকায় এডিস মশার উপদ্রব কিছুটা কম থাকলেও ঢাকার বাইরের পরিস্থিতি ভিন্ন। জানুয়ারি থেকে পহেলা জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে দুই-তৃতীয়াংশই ঢাকার বাইরের। অথচ গেলবছর এই সময় ঢাকায় আক্রান্ত রোগী ছিল প্রায় তিনগুণ।

চলতি বছরের পহেলা জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭০২ জন এবং মৃত্যু হয়েছে ৪৫ জনের। এর মধ্যে ঢাকা মহানগরে আক্রান্ত ১ হাজার ৩২৮ জন। অথচ ঢাকার বাইরে এই সময়ে আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৭৪ জন।

গত বছর পর্যন্ত দেশে ডেঙ্গু রোগীর আধিক্য ছিল রাজধানীতে। তবে ধীরে ধীরে সেই দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে। এবার পহেলা জানুয়ারি থেকে পহেলা জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে দুই তৃতীয়ংশই ঢাকার বাইরের রোগী।

ডেঙ্গু আক্রান্ত একজন বলেন, ‘কোনো খাবার খাচ্ছে না। পেটে ব্যথা আছে, জ্বর আপডাউন করছে।’

আরেকজন বলেন, ‘সারা শরীরে ব্যথা ছিল এখন ব্যথা নেই কিন্তু জ্বর আছে। আমি এসেছি শরীয়তপুর জেলা থেকে।’

এদিকে ২০২৩ সালের পহেলা জানুয়ারি থেকে পহেলা জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ২৪৮ জন। যার মধ্যে রাজধানীর রোগী ছিল ৬ হাজারের বেশি এবং ঢাকার বাইরের রোগী ছিল প্রায় ২ হাজার। অর্থাৎ একই সময় ঢাকায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ঢাকার বাইরের প্রায় তিন গুণ।

ডিএসসিসি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির বলেন, ‘গত বছরে জুন মাসে ঢাকা দক্ষিণ সিটিতে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৭১৩ জন। আর ২০২৪ এর জুন মাসে রোগীর সংখ্যা ৯৭ জন। আমরা এটাকে অবহেলা করছি না।’

রাজধানীর বেশ কিছু এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, টানা ভারি বৃষ্টিপাতের কারণে কয়েকদিন ধরে এডিস মশার উপদ্রব কিছুটা কম। তবে রাজধানীর বাইরের পরিস্থিতি ভিন্ন। কেন দিন দিন ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে প্রশ্ন ছিল চিকিৎসকের কাছে।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. নিয়াতুজ্জামান বলেন, ‘গতবার শেষের দিকে ডেঙ্গু শহর থেকে গ্রামে শিফ্ট হয়েছিল। এবার রোগীর সংখ্যা মিশ্র পাচ্ছি ঢাকা ও ঢাকার বাহিরের। বিশেষ করে ঢাকার বাহিরের রোগী শেষ পর্যায়ে সেবা নিতে আসছে।’

চিকিৎসকরা বলছেন, এবার ডেঙ্গুর লক্ষণে পরিবর্তন এসেছে। ফলে অনেক সময় ডেঙ্গুর সংক্রমণ হলেও তা বোঝা যায় না। এমন অবস্থায় শরীরে অস্বাভাবিক কোনো উপসর্গ দেখা দিলেই দেরি না করে হাসপাতালে আসার পরামর্শ চিকিৎসকদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্য সংবাদ