শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সবগুলো গ্যাসক্ষেত্র একযোগে ধ্বংস করা হবে: আইআরজিসি বাংলাদেশ জাস্টিস পার্টি গঠন করলেন অভিনেতা সোহেল রানা সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী আর নেই সারা দেশে বৃষ্টি, ১৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ বাংলাদেশ পুলিশ বাহিনীতে বিশাল নিয়োগ, যেভাবে আবেদন করবেন ঢাকা ত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রমিকদেরকে কল-কারখানার লাভের একটি অংশ দিতে হবে: নুর ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা আরও জনশক্তি রপ্তানিতে মালয়েশিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি ‘মালয়েশিয়ার সাথে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চাই’ আটকে পড়া ১৮ হাজার শ্রমিকের বিষয় বিবেচনা করবে মালয়েশিয়া সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে ৭ দিনের রিমান্ড সংখ্যালঘু নির্যাতনের বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবি রাজনৈতিক কারণে ইসরাইলের সঙ্গে কঠোর হতে পারছে না যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার অধিকার নেই ট্রাম্পের: কামালা হ্যারিস খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে হাসিনার বিরুদ্ধে মামলা দেশের ৩ জেলায় বন্যার আশঙ্কা ‘ইরান পুরো শক্তি দিয়ে ইসরাইলকে মোকাবেলা করবে’ শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত জাতিসংঘের মহাসচিব
ব্রেকিং নিউজ :
সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন ::: রোববার পর্যন্ত সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকার আভাস আবহাওয়া অফিসের, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি বৃষ্টি হওয়ার শঙ্কা ::: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বোরাঘাট নদীর বাঁধ ভেঙে ময়মনসিংহের হালুয়াঘাটের ১২ ইউনিয়নের প্রায় ৩০ হাজার পরিবার পানিবন্দী; তলিয়ে গেছে আমন ধানের ক্ষেত ::: কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড ::: শেরপুরে রাতভর বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহারশী নদীর পানি বেড়েছে, লোকালয়ে প্রবেশ করেছে পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ::: নেত্রকোণায় সোমেশ্বরীর দুর্গাপুর পয়েন্ট ও কংসের পানি জারিয়া পয়েন্টে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার নিচে

দেশের ৬১টি ব্যাংকে মানুষের ব্যাংক হিসাব ৫ শতাংশ?

অনলাইন ডেস্ক / ৩৩ জন দেখেছেন
আপডেট : শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন
দেশের ৬১টি ব্যাংকে মানুষের ব্যাংক হিসাব ৫ শতাংশ?

আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং কেন্দ্রীয় ব্যাংক। দেশে ৬১টি ব্যাংক থাকলেও মাত্র ৫ শতাংশ মানুষের ব্যাংক হিসাব আছে- পরিসংখ্যান ব্যুরোর এমন তথ্যে হতবাক অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকিং সেবায় নানা জটিলতায় এমনিতেই আগ্রহ কমছে। মানুষ ঝুঁকছেন মোবাইল ব্যাংকিংয়ে, তবে ১০ বছরোর্ধ অর্ধেক জনগোষ্ঠী এখনও আর্থিক অন্তর্ভুক্তির বাইরে। আর ব্যাংক তো দূরের কথা এমএফএসসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমেও লেনদেন করছেন না ৫২ শতাংশ মানুষ।

ব্যাংকে মানুষের আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে তথ্য দিচ্ছে, তা অনেকটা চমকে উঠার মতো। সাম্প্রতিক করা আর্থ সামাজিক ও জনমিতি জরিপ বলছে, গোটা দেশের ১০ বছর বয়সের ঊর্ধ্বে জনগোষ্ঠীর মাত্র ৫ দশমিক ৮৫ শতাংশ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এর বাইরে মোবাইল ব্যাংকিংসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান মিলিয়ে সারাদেশের ৪৭ ভাগ মানুষ আর্থিক অন্তর্ভুক্তির আওতায়। অর্থাৎ ৫২ শতাংশের বেশি মানুষ এখনো আর্থিক অন্তর্ভুক্তির বাইরে। যারা শুধু ব্যাংক নয়, মোবাইল ব্যাংকিং কিংবা অন্য কোনো মাধ্যমেই লেনদেন করেন না।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (জনশুমারি ও গৃহগণনা) প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন বলেন, ‘যেকোনো ধরনের আর্থিক প্রতিষ্ঠানে সবমিলিয়ে ৪৭ দশমিক ৪৩ ভাগের অ্যাকাউন্ট আছে। আর শুধুমাত্র ব্যাংক হিসেব করলে জনসংখ্যা আছে ৫ দশমিক ৮৫ শতাংশ।’

সর্বশেষ অনুমোদন পাওয়া বেশ কয়েকটি নতুন ব্যাংকসহ দেশে বর্তমান ব্যাংক সংখ্যা ৬১টি। ৬৪ জেলায় সবমিলিয়ে ১১ হাজার শাখা রয়েছে ব্যাংকগুলোর। সেখানে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে মাত্র ৫ শতাংশ মানুষের, তাহলে এতগুলো ব্যাংকের কাজ কী? প্রশ্ন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের।

তিনি বলেন, ‘বাংলাদেশে ৬০টির মতো ব্যাংক রয়েছে। তাদের লাইসেন্স দেওয়ার জন্য যুক্তিটা দেওয়া হয়েছিল যে তারা দেশের আনাচে কানাচে সকল শ্রেণির মানুষের কাছে যাবে। সবাইকে ব্যাংকিং সেবার আওতায় আনা হবে। এতে ব্যাংকিং খাতের অগ্রগতি হবে। কিন্তু বাস্তবে মানুষকে এ সেবার আওতায় আনা যায়নি।’

মাত্র ৫ শতাংশ ব্যাংক অ্যাকাউন্ট সন্তোষজনক নয়। তবে যৌক্তিক কারণেই অধিক জনগোষ্ঠীকেই ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসা যায় না বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

তিনি বলেন, ‘আমি এর শতকরা হার নিয়ে সন্তুষ্ট না। ব্যাংকের যে পরিমাণ খরচ তা সামাল দিতে গিয়ে সস্তায় অ্যাকাউন্ট খুলতে দেওয়া কঠিন। কিন্তু সামগ্রিকভাবে সবাইকে অ্যাকাউন্ট দিতে হলে সবার সাথে ব্যবসা করতে হবে। তাই ব্যাংকের পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং নিয়ে কাজ করতে হবে।’

তবে পরিসংখ্যান ব্যুরোর এই সাথে মোটেও একমত নয় বাংলাদেশ ব্যাংক। তাদের তথ্য বলছে, সবগুলো ব্যাংক মিলে মোট ১৪ কোটির বেশি অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই ১৪ কোটির মধ্যে একজনের মানুষের তো একের অধিকও ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। সেক্ষেত্রে ব্যক্তি পর্যায়ের সে হিসেব কি আছে, বাংলাদেশ ব্যাংকের কাছে?

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, ‘সম্পূর্ণ হিসেবে ২২ কোটি অ্যাকাউন্ট আছে। এটা তিন দিয়ে ভাগ দিলেও ৭ কোটির বেশি মানুষের অ্যাকাউন্ট আছে। তার মানে ৫০ শতাংশের উপরে হবেই।’

অর্থনীতিবিদদের মতে, সাধারণ মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে হলে প্রয়োজনে ব্যাংকিং সেবার সহজলভ্যতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্য সংবাদ