বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় আবারও হংকং
- আপডেট সময় : ০৪:৫০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
- / ৪৩১ বার পড়া হয়েছে
প্রবাসীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় আবারও হংকংয়ের নাম উঠে এসেছে। এর আগে ২০২২ এবং ২০২৩ সালেও বার্ষিক তালিকার শীর্ষে ছিল এশিয়ার এই শহরটি। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর ও জুরিখ।
বেসরকারি প্রতিষ্ঠান মারসারের করা কস্ট অফ লিভিং সিটি র্যাঙ্কিং অনুসারে ২০২৪ সালে প্রবাসীদের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হচ্ছে হংকং, সিঙ্গাপুর এবং জুরিখ। শহর তিনটি গত বছর থেকে একই অবস্থান ধরে রেখেছে। এদিকে ইসলামাবাদ, লাগোস এবং আবুজা জীবনযাত্রার খরচের দিক থেকে সর্বনিম্ন অবস্থানে রয়েছে। ভারতীয় শহরগুলোর মধ্যে মুম্বাই সবচেয়ে খরুচে শহর। তবে বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৩৬তম স্থানে রয়েছে শহরটি। গত বছরের থেকে তুলনায় ১১ ধাপ এগিয়েছে মুম্বাই। তবে রাজধানী নয়াদিল্লির অবস্থান বিশ্বে ১৬৫ তম।
চলতি বছর প্রতিষ্ঠানটি ২২৬টি শহরের উপর বিশ্লেষণ করে এমন তথ্য প্রকাশ করেছে। তালিকায় আবাসন, পরিবহন, খাদ্য, পোশাক এবং বিনোদনের মতো ২০০ টিরও বেশি ইস্যুকে বিবেচনায় নেয়া হয়েছে।