ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারতে বন্যায় পানিবন্দি সাড়ে ১১ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • / ৩৮৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো বন্যার কবলে পড়েছে ভারতের আসাম রাজ্য। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। পানিবন্দি আছে ২৮ জেলার সাড়ে ১১ লাখ মানুষ। তাদের জন্য উদ্ধারকাজ চলছে।

দু’দিনের ভারি বৃষ্টিতে প্রাদেশিক রাজধানী গুয়াহাটিসহ ব্রহ্মপুত্রের ৪টি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। ধানসিঁড়ি, কুশিয়ারা, ধলেশ্বরী, বরাকসহ ১২টি নদীর পানিও অনেক ওপর দিয়ে বইছে।

বন্যায় ২ হাজার ২০০ এরও বেশি গ্রামে তলিয়ে গেছে এক লাখ একরের বেশি কৃষিজমি। সংরক্ষিত দুই বনাঞ্চলের ৮০ শতাংশ অঞ্চল পাঁচ থেকে আট ফুট পানির নিচে।

অন্যদিকে, মিজোরামে ভূমিধসে প্রাণ গেছে তিনজনের। রাজ্যজুড়ে বৃষ্টি আর বিভিন্ন এলাকায় বন্যায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে মনিপুরে। বৃহস্পতিবার পর্যন্ত সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। পানির উচ্চতা বেড়ে যাওয়ায় মনিপুরে দু’টি ব্যারেজের ৯টি গেট খুলে দেয়া হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উচ্চ সতর্ক অবস্থানে ঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম আর অরুণাচল প্রদেশসহ ভারতের গোটা উত্তর-পূর্বাঞ্চল।

নিউজটি শেয়ার করুন

ভারতে বন্যায় পানিবন্দি সাড়ে ১১ লাখ মানুষ

আপডেট সময় : ০৩:৩৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪

দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো বন্যার কবলে পড়েছে ভারতের আসাম রাজ্য। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। পানিবন্দি আছে ২৮ জেলার সাড়ে ১১ লাখ মানুষ। তাদের জন্য উদ্ধারকাজ চলছে।

দু’দিনের ভারি বৃষ্টিতে প্রাদেশিক রাজধানী গুয়াহাটিসহ ব্রহ্মপুত্রের ৪টি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। ধানসিঁড়ি, কুশিয়ারা, ধলেশ্বরী, বরাকসহ ১২টি নদীর পানিও অনেক ওপর দিয়ে বইছে।

বন্যায় ২ হাজার ২০০ এরও বেশি গ্রামে তলিয়ে গেছে এক লাখ একরের বেশি কৃষিজমি। সংরক্ষিত দুই বনাঞ্চলের ৮০ শতাংশ অঞ্চল পাঁচ থেকে আট ফুট পানির নিচে।

অন্যদিকে, মিজোরামে ভূমিধসে প্রাণ গেছে তিনজনের। রাজ্যজুড়ে বৃষ্টি আর বিভিন্ন এলাকায় বন্যায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে মনিপুরে। বৃহস্পতিবার পর্যন্ত সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। পানির উচ্চতা বেড়ে যাওয়ায় মনিপুরে দু’টি ব্যারেজের ৯টি গেট খুলে দেয়া হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উচ্চ সতর্ক অবস্থানে ঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম আর অরুণাচল প্রদেশসহ ভারতের গোটা উত্তর-পূর্বাঞ্চল।