জার্মানিতে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশীপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল পর্ব কাল শুরু হচ্ছে। কোয়ার্টার ফাইনালের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ধরা হচ্ছে জার্মানি-স্পেন লড়াইকে। আগামীকাল শুক্রবার (৫ই জুন) মুখোমুখি হবে টুর্নামেন্টের ফেভারিট দুই দল। স্টুটগার্টে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
এবার দুই দলই খেলছে তরুণদের নিয়ে গড়া দল নিয়ে। জার্মানির হয়ে এবার আলো ছড়াচ্ছেন জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজরা। স্পেনের হয়ে আছেন লামিনে ইয়ামাল, পেদ্রিরা।
এবারের আসরে সর্বোচ্চ ৩ গোল এসেছে জার্মানির জামাল মুসিয়ালার পা থেকে। অন্যদিকে, সর্বোচ্চ দুই অ্যাসিস্ট আবার স্পেনের লামিনে ইয়ামালের।
সবমিলিয়ে বলা যায় এবারের টুর্নামেন্টর সেরা দুই দল স্পেন এবং জার্মানির লড়াই হবে সমানে সমান। এখনও পর্যন্ত দুই দলের পরিসংখ্যন সেরকমই সাক্ষ্য দেয়। গ্রুপপর্ব থেকেও সবচেয়ে বেশি পয়েন্ট তুলেছে এই দুই দলই। গোল করার দিক থেকেও তারাই সবার চেয়ে এগিয়ে। দুই দলের মোট ২৬ বার দেখা হয়েছে। যার মধ্যে ৯টি খেলায় জয় পায় জার্মানি, আর ৮টি খেলায় জয় পেয়েছিলো স্পেন। আর ৯টি খেলা ড্র হয়।
এদিন, ইউরোর আরেক ম্যাচে মাঠে নামবে পর্তুগাল ও ফ্রান্স। ২০১৬ সালে ফরাসিদের হারিয়ে শিরোপা জিতেছিল রোনালদোর পর্তুগাল। এবার সেই হারের প্রতিশোধ নিতে চায় এমবাপ্পে দল। হামবুর্গে ম্যাচটি শুরু হবে ৫ জুন বাংলাদেশ সময় রাত ১টায়। দুদলের মোট ২৮ বার মুখোমুখি দেখা হয়েছে। যার বেশিরভাগই জিতে নিয়েছে ফ্রান্স। সর্বাধিক ১৯ ম্যাচে জয় পায় ফরাসিরা। অন্যদিকে, মাত্র ৬ বার জয় পায় পর্তুগাল। ড্র হয় ৩টি ম্যাচ।