ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১
- আপডেট সময় : ০৫:৪৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
- / ৩৯২ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে রাজু মিয়া (২৮) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্ত এলাকায় আজ শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
নিহত রাজু মিয়া (২৮) বড়পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গ্রামের হবিবর রহমানের ছেলে।
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবীর জানান, কয়েকজন গরু ব্যবসায়ী বাংলাদেশ সীমান্তের জগদল ও নাগরভিটা ক্যাম্পের মাঝামাঝি জায়গায় গরু আনতে গেলে ভারতের উত্তর দিনাজপুর জেলার তিনগাঁও ক্যাম্পের বিএসএফ সদস্য তাদের লক্ষ্য করে গুলি করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে রাজু মিয়ার মৃত্যু হয়। অন্যরা পালিয়ে যায়। নিহত রাজু মিয়ার মরদেহ ভারতীয় বিএসএফ সদস্যদের হেফাজতে রয়েছে।
এদিকে, ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, আমরা ঘটনা শুনেছি। তবে তিনি বাংলাদেশি না ভারতীয় তা নিশ্চিত হতে পারিনি। সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান করেছি। বৈঠকের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।