দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৬
- আপডেট সময় : ০৫:৪৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
- / ৩৭৩ বার পড়া হয়েছে
দিনাজপুরে যাত্রীবাহী পরিবহন নাবিল এন্টারপ্রাইজের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ছয় জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২৮ জন। আজ শুক্রবার ভোর ৬টায় দিনাজপুর মহাসড়কের পাঁচবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।
সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার ট্রাকের ধাক্কায় নিহত ভ্যানচালকের নাম স্বদেশ রায় (২৩)। চকরামপুর গ্রামে দুর্ঘটনায় নিহতরা হলেন- বাংলা বাজার এলাকার মমিনুল হকের চার মাস বয়সী মেয়ে সায়মা মেহনাজ, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ এলাকার সুরা আলীর ছেলে ট্রাকচালক হাসু (২৮) , পীরগঞ্জ উপজেলার মোহাম্মদ আলী (৫৮), দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার জাহিদের মেয়ে বিভা (১০) ও নাবিল বাসের সুপারভাইজার রাজেশ বাহাদুর (৩০)।
কোতোয়ালি থানা দিনাজপুরের উপ-পরিদর্শক মো. রেজওয়ানুল ইসলামের ভাষ্য, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নাবিল পরিবহনের একটি বাস পাঁচবাড়ী নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখী একটি আমবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক এবং বাসচালকের সহকারী নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটস্থ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ চারজন মারা যান। হাসপাতালে ২৬ জন আহত ভর্তি রয়েছেন।
মো. রেজওয়ানুল ইসলাম জানান, হাসপাতালে আসার পর এক শিশুসহ আরও চার জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুই জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয় এবং তিন জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ২৬ জন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলছে, চালকেরা বেপরোয়া গতিতে এবং চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।