একদিন আগেই (বৃহস্পতিবার) সূত্রের বরাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি জানিয়েছিল গণমাধ্যম। তবে পাক গণমাধ্যম সেটিকে সম্ভাব্য বলে উল্লেখ করেছিল। এবার সেই সূচিই চূড়ান্ত বলে ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ২১ ও ৩০ আগস্ট টেস্ট ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। একইসঙ্গে জানা গেছে ভেন্যুও, প্রথম টেস্ট রাওয়ালপিন্ডি এবং দ্বিতীয় টেস্ট হবে করাচিতে।
আজ (শুক্রবার) এক বিবৃতিতে পিসিবি চারটি সিরিজের সূচি প্রকাশ করেছে। প্রথমে তারা বাংলাদেশকে নিজেদের মাটিতে আতিথ্য দেবে। পরবর্তীতে ঘরের মাঠেই ফের ইংল্যান্ডের সঙ্গে তিন টেস্ট, ওয়েস্ট ইন্ডিজের দুটি টেস্ট এবং নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান।
জানা গেছে, আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে আগামী ১৭ আগস্ট বাংলাদেশ দল পাকিস্তানে পা রাখতে পারে। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ২১-২৫ আগস্ট এবং করাচিতে দ্বিতীয় টেস্ট হবে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর অংশ। ফলে উভয় দলের জন্যই দীর্ঘ ফরম্যাটের চ্যাম্পিয়নশিপ টেবিলে এগিয়ে যাওয়ার লড়াইয়ে এই সিরিজ গুরুত্বপূর্ণ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সংস্কার কাজ চলছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের, সে কারণে ওই ভেন্যুতে এসব সিরিজের কোনো ম্যাচ হবে না।
এ ছাড়া ৭ অক্টোবর থেকে ইংল্যান্ডকে টেস্ট সিরিজে আতিথ্য দেবে বাবর আজমের দল। তিনটি টেস্ট হবে মুলতান, করাচি ও রাওয়ালপিন্ডিতে। এরপর ১৬ জানুয়ারি থেকে করাচি ও মুলতানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে ক্যারিবীয়রা। পরবর্তীতে ফেব্রুয়ারিতে পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে। ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ওই সিরিজের প্রতিটি ম্যাচই হবে মুলতানে।