অতিথি হিসেবে প্রথমবারই কোপা আমেরিকায় খেলতে নেমে অভিষেকেই ইতিহাসে নাম লিখিয়েছে কানাডা। ভেনেজুয়েলাকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে। শেষ চারে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
গ্রুপ পর্বে একটি করে গোল পাওয়া কানাডার শুরুটা ছিল দারুণ। চাপ তৈরি করে খেলার পুরস্কার পেয়ে যায় ১৩ মিনিটে। জনাথন ডেভিডের ক্রস থেকে গোলের ঠিকানা খুঁজে পান জ্যাকব শাফেলবার্গ।
ভেনিজুয়েলা অবশ্য বল দখলে কিছুটা এগিয়ে ছিল। দলটি শেষ পর্যন্ত সমতা ফেরায় ৬৪ মিনিটে। গোল করেন দলটির সর্বকালের সর্বোচ্চ স্কোরার সলোমন রন্ডন।
এরপর স্নায়ুক্ষয়ী শুটআউটে নির্ধারিত ৫টি শটেও ভাগ্য নির্ধারণ করা যাচ্ছিল না। তখনও স্কোর ছিল সমতায়। তারপর ভেনেজুয়েলার উইলকার এঞ্জেলের স্পটকিক ম্যাক্সিম ক্রিপু সেভ করলে কানাডার হয়ে উইনিং শট নিতে ভুল করেনি ইসমায়েল কোনে।