ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

বিশ্ব চ্যাম্পিয়ন ভারত মাঠে নেমেই হারল জিম্বাবুয়ের কাছ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
  • / ৩৭২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কদিন আগেই টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দেশটিতে উৎসবের রেশ কাটেনি বিন্দুমাত্র। এই উৎসবের মধ্যেই হলো তিক্ত অভিজ্ঞতা। জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেই হেরে গেল টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।

হারারেতে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ভারতকে ১৩ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে। ম্যাচটিতে জয়ের রূপরেখা অবশ্য লিখে দেন বোলাররা। মাত্র ১১৫ রানের পুঁজি নিয়েই ভারতকে ধসিয়ে দিলেন সিকান্দার রাজা, ব্লেসিং মুজারাবানিরা। মাত্র ১১৬ রান করতে নেমে ১৯.৫ ওভার টিকে ছিল ভারত। এই সময়ে পারল না লক্ষ্য পাড়ি দিতে। থমকে গেল মাত্র ১০২ রানে।

রান তাড়ায় শুরু থেকেই ধস নামে ভারতের ব্যাটিং লাইনআপে। রানের খাতা খোলার আগেই প্রথমে অভিশেক শর্মাকে হারায় ভারত। এরপর একে একে চলে উইকেট হারানোর মিছিল। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন শুভমান গিল। ওয়াশিংটন সুন্দর করেন ২৭ রান। বাকিরা সবাই ছিলেন ব্যর্থ। ১৬ রানে ৩ উইকেট নেন পেসার টেন্ডাই চাটারা। সমান তিন শিকার নেন সিকান্দার রাজা।

উল্লেখ, বিশ্বকাপ দলের বাইরে থাকা বেশিরভাগ ক্রিকেটারদের নিয়েই এই সিরিজের দল সাজিয়েছে ভারত। বলা চলে, এই সফরে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে ভারত। বিশ্বকাপের মূল দল থেকে এই সিরিজে আছেন কেবল তিন জন- সাঞ্জু স্যামসন, শিভাব দুবে ও জয়সওয়াল। কিন্তু প্রথম দুই ম্যাচে তারা খেলছেন না।

এই সংস্করণে ভারতের বিপক্ষে ৯ ম্যাচে জিম্বাবুয়ের এটি তৃতীয় জয়। শেষবার জিতেছিল ২০১৬ সালে।

সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১১৫/৯ (মাধেভেরে ২১, কাইয়া ০, বেনেট ২২, রাজা ১৭, মায়ার্স ২৩, ক্যাম্পবেল ০, মাডান্ডে ২৯*, মাসাকাদজা ০, জঙ্গুয়ে ১, মুজারাবানি ০, চাটারা ০*; খালিল ৩-০-২৮-০, মুকেশ ৩-০-১৬-১, বিষ্ণই ৪-২-১৩-৪, আভিশেক ২-০-১৭-০, আভেশ ৪-০-২৯-১, ওয়াশিংটন ৪-০-১১-২)।

ভারত: ১৯.৫ ওভারে ১০২ (অভিশেক ০, গিল ৩১, রুতুরাজ ৭, পারাগ ২, রিঙ্কু ০, জুরেল ৬, ওয়াশিংটন ২৭*, বিষ্ণই ৯, আভেশ ১৬, মুকেশ ০, খালিল ০*; বেনেট ১-১-০-১, মাসাকাদজা ৩-০-১৫-১, চাটারা ৩.৫-১-১৬-৩, মুজারাবানি ৪-০-১৭-১, জঙ্গুয়ে ৪-০-২৮-১, রাজা ৪-০-২৫-৩)।

ফল: জিম্বাবুয়ে ১৩ রানে জয়ী।
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে জিম্বাবুয়ে।
ম্যান অব দ্য ম্যাচ: সিকান্দার রাজা।

নিউজটি শেয়ার করুন

বিশ্ব চ্যাম্পিয়ন ভারত মাঠে নেমেই হারল জিম্বাবুয়ের কাছ

আপডেট সময় : ১১:০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪

কদিন আগেই টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দেশটিতে উৎসবের রেশ কাটেনি বিন্দুমাত্র। এই উৎসবের মধ্যেই হলো তিক্ত অভিজ্ঞতা। জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেই হেরে গেল টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।

হারারেতে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ভারতকে ১৩ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে। ম্যাচটিতে জয়ের রূপরেখা অবশ্য লিখে দেন বোলাররা। মাত্র ১১৫ রানের পুঁজি নিয়েই ভারতকে ধসিয়ে দিলেন সিকান্দার রাজা, ব্লেসিং মুজারাবানিরা। মাত্র ১১৬ রান করতে নেমে ১৯.৫ ওভার টিকে ছিল ভারত। এই সময়ে পারল না লক্ষ্য পাড়ি দিতে। থমকে গেল মাত্র ১০২ রানে।

রান তাড়ায় শুরু থেকেই ধস নামে ভারতের ব্যাটিং লাইনআপে। রানের খাতা খোলার আগেই প্রথমে অভিশেক শর্মাকে হারায় ভারত। এরপর একে একে চলে উইকেট হারানোর মিছিল। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন শুভমান গিল। ওয়াশিংটন সুন্দর করেন ২৭ রান। বাকিরা সবাই ছিলেন ব্যর্থ। ১৬ রানে ৩ উইকেট নেন পেসার টেন্ডাই চাটারা। সমান তিন শিকার নেন সিকান্দার রাজা।

উল্লেখ, বিশ্বকাপ দলের বাইরে থাকা বেশিরভাগ ক্রিকেটারদের নিয়েই এই সিরিজের দল সাজিয়েছে ভারত। বলা চলে, এই সফরে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে ভারত। বিশ্বকাপের মূল দল থেকে এই সিরিজে আছেন কেবল তিন জন- সাঞ্জু স্যামসন, শিভাব দুবে ও জয়সওয়াল। কিন্তু প্রথম দুই ম্যাচে তারা খেলছেন না।

এই সংস্করণে ভারতের বিপক্ষে ৯ ম্যাচে জিম্বাবুয়ের এটি তৃতীয় জয়। শেষবার জিতেছিল ২০১৬ সালে।

সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১১৫/৯ (মাধেভেরে ২১, কাইয়া ০, বেনেট ২২, রাজা ১৭, মায়ার্স ২৩, ক্যাম্পবেল ০, মাডান্ডে ২৯*, মাসাকাদজা ০, জঙ্গুয়ে ১, মুজারাবানি ০, চাটারা ০*; খালিল ৩-০-২৮-০, মুকেশ ৩-০-১৬-১, বিষ্ণই ৪-২-১৩-৪, আভিশেক ২-০-১৭-০, আভেশ ৪-০-২৯-১, ওয়াশিংটন ৪-০-১১-২)।

ভারত: ১৯.৫ ওভারে ১০২ (অভিশেক ০, গিল ৩১, রুতুরাজ ৭, পারাগ ২, রিঙ্কু ০, জুরেল ৬, ওয়াশিংটন ২৭*, বিষ্ণই ৯, আভেশ ১৬, মুকেশ ০, খালিল ০*; বেনেট ১-১-০-১, মাসাকাদজা ৩-০-১৫-১, চাটারা ৩.৫-১-১৬-৩, মুজারাবানি ৪-০-১৭-১, জঙ্গুয়ে ৪-০-২৮-১, রাজা ৪-০-২৫-৩)।

ফল: জিম্বাবুয়ে ১৩ রানে জয়ী।
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে জিম্বাবুয়ে।
ম্যান অব দ্য ম্যাচ: সিকান্দার রাজা।