উষ্ণতম বছর হিসেবে ২০২৩ সালকেও ছাড়িয়ে যাবে ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৩:২৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
- / ৩৮০ বার পড়া হয়েছে
চলতি বছরের জুনে চরম তাপমাত্রার কবলে ছিল সৌদি আরব থেকে গ্রিস পর্যন্ত বিশ্বের প্রায় প্রতিটি দেশ। যা অন্য যেকোনো জুন মাসের তুলনায় বেশি। আজ (সোমবার, ৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু-পর্যবেক্ষণ পরিষেবা সংস্থা। এমনকি রেকর্ড তাপমাত্রা অব্যাহত থাকায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার সাময়িকভাবে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠেছে।
ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস তাদের মাসিক বুলেটিনে এই তথ্য দিয়েছে। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন এবং এল নিনোর প্রভাবে তাপমাত্রা রেকর্ড উচ্চতার দিকে এগুচ্ছে। এরে ফলে উষ্ণতম বছর হিসেবে ২০২৩ সালকেও ছাড়িয়ে যাবে ২০২৪।