ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হিজবুল্লাহর প্রতি সমর্থন পুনর্ব্যাক্ত ইরানের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • / ৩৭৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি ইরানের সমর্থন পুনব্যাক্ত করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি গাজায় ইসরায়েলি হামলার নিন্দা করেছেন। ইরানের বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গত শুক্রবার ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন মাসুদ পেজেশকিয়ান। এরপর হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর কাছে পাঠানো বিবৃতিতে তিনি ইরানের সমর্থন পুনব্যক্ত করেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পেজেশকিয়ানের এটিই প্রথম কোনো পররাষ্ট্র নীতিবিষয়ক মন্তব্য।

১৯৮২ সালে লেবাননে গৃহযুদ্ধের সময়ে ইসরায়েল বৈরুত দখল করে নিয়েছিল। সেই সময়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর উদ্যোগে হিজবুল্লাহ গঠিত হয়। এরপর থেকে হিজবুল্লাহকে আর্থিক ও সমারিক সহায়তা দিয়ে আসছে ইরান।

হিজবুল্লাহ ও তাদের সহযোগী গোষ্ঠীর উদ্দেশ্যে পেজেশকিয়ান বলেন, ‘প্রতিরোধের অধিকারের প্রতি সমর্থন দেওয়া ইরানের মৌলিক নীতির মধ্যেই রয়েছে। হিজবুল্লাহর প্রতিরোধ যুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধ করবে বলে আমরা বিশ্বাস করি।’

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনকে সমর্থন দেয় হিজবুল্লাহ। এরপর থেকে লেবানন সীমান্তে হিজুবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর প্রায় প্রতিদিনই গোলাগুলি হচ্ছে। ইসরায়েল সতর্ক করে বলেছে, হিজবুল্লাহ না থামলে লেবাননে সর্বাত্মক যুদ্ধ শুরু করবে ইসরায়েল।

এদিকে গতকাল সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ‘তেহরান লেবানিজদের প্রতি সমর্থন জানাতে দ্বিধা করবে না।’ আর ইসরায়েলকে সতর্ক করে বলেছে, ‘ইসরায়েল যদি এই অঞ্চলে বিশেষ করে লেবাননে হামলা করার মতো দুঃসাহস দেখায়, তাদের পরিণতি ভালো হবে না।’

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর গত শনিবারই পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ।

নিউজটি শেয়ার করুন

হিজবুল্লাহর প্রতি সমর্থন পুনর্ব্যাক্ত ইরানের প্রেসিডেন্টের

আপডেট সময় : ০২:৩১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি ইরানের সমর্থন পুনব্যাক্ত করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি গাজায় ইসরায়েলি হামলার নিন্দা করেছেন। ইরানের বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গত শুক্রবার ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন মাসুদ পেজেশকিয়ান। এরপর হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর কাছে পাঠানো বিবৃতিতে তিনি ইরানের সমর্থন পুনব্যক্ত করেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পেজেশকিয়ানের এটিই প্রথম কোনো পররাষ্ট্র নীতিবিষয়ক মন্তব্য।

১৯৮২ সালে লেবাননে গৃহযুদ্ধের সময়ে ইসরায়েল বৈরুত দখল করে নিয়েছিল। সেই সময়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর উদ্যোগে হিজবুল্লাহ গঠিত হয়। এরপর থেকে হিজবুল্লাহকে আর্থিক ও সমারিক সহায়তা দিয়ে আসছে ইরান।

হিজবুল্লাহ ও তাদের সহযোগী গোষ্ঠীর উদ্দেশ্যে পেজেশকিয়ান বলেন, ‘প্রতিরোধের অধিকারের প্রতি সমর্থন দেওয়া ইরানের মৌলিক নীতির মধ্যেই রয়েছে। হিজবুল্লাহর প্রতিরোধ যুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধ করবে বলে আমরা বিশ্বাস করি।’

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনকে সমর্থন দেয় হিজবুল্লাহ। এরপর থেকে লেবানন সীমান্তে হিজুবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর প্রায় প্রতিদিনই গোলাগুলি হচ্ছে। ইসরায়েল সতর্ক করে বলেছে, হিজবুল্লাহ না থামলে লেবাননে সর্বাত্মক যুদ্ধ শুরু করবে ইসরায়েল।

এদিকে গতকাল সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ‘তেহরান লেবানিজদের প্রতি সমর্থন জানাতে দ্বিধা করবে না।’ আর ইসরায়েলকে সতর্ক করে বলেছে, ‘ইসরায়েল যদি এই অঞ্চলে বিশেষ করে লেবাননে হামলা করার মতো দুঃসাহস দেখায়, তাদের পরিণতি ভালো হবে না।’

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর গত শনিবারই পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ।