ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
গাজীপুরের জয়দেবপুরে গাড়ি পোড়ানোর মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জনকে খালাস দিয়েছেন আদালত :::: অর্জনকে নস্যাৎ করতে পতিত স্বৈরাচার পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে, ঐক্য ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে : মির্জা ফখরুল :::: সুপ্রিম কোর্ট ও দেশের জেলা আদালতগুলোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টিতে প্রধান বিচারপতির উদ্বেগ প্রকাশ :::: চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় ১ হাজার ৪৭৬ জনকে আসামি করে তিনটি মামলা

নরেন্দ্র মোদীর অনুরোধ রাখলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • / ৩৭৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দু’দিনের সফরে রাশিয়ায় অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার মস্কোয় পৌঁছানোর পর প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের সঙ্গে নৈশভোজে অংশ নেন তিনি।

নৈশভোজে রুশ প্রেসিডেন্টের বাসভবনে মোদিকে হাসমিুখে করমর্দন করে স্বাগত জানান পুতিন। নৈশভোজে পুতিনকে একটি অনুরোধ করেছিলেন মোদী। তাতে সায় দিয়েছেন পুতিন। সেই সঙ্গে তিনি মোদীকে তৃতীয় বারের জন্য ভারতের প্রানমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ায় শুভেচ্ছাও জানিয়েছেন।

ইউক্রেন-রাশিয়ার ওই যুদ্ধে জড়িয়ে পড়েছেন অনেক ভারতীয় নাগরিকও। কর্মসূত্রে বা অন্য কোনও কারণে যারা রাশিয়ায় থাকেন, তাদের অনেকেই যুদ্ধে বাধ্য হয়ে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়তে গিয়ে এখনও পর্যন্ত দু’জন ভারতীয়র মৃত্যু হয়েছে। এই বিষয়টি নিয়ে মস্কোয় নৈশভোজের সময়ে পুতিনের সঙ্গে আলোচনা করেছেন মোদী।

এরপরেই পুতিন সেনা থেকে ভারতীয়দের ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি, মোদীকে তিনি জানিয়েছেন, ওই ভারতীয় নাগরিকদের দেশে ফেরার বন্দোবস্ত করবে তার সরকার।

আজ স্থানীয় সময় দুপুরে দুই রাষ্ট্রপ্রধানের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। তারপর দুই দেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন তারা। তার আগে অবশ্য প্রাতঃরাশেও এক দফা আলোচনা হতে পারে।

রাশিয়া থেকে মোদি অস্ট্রিয়াতেও যাবেন যা হবে গত ৪১ বছরে প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সফর। অস্ট্রিয়ায় মোদি দেখা করবেন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান দের বেলেন এবং চ্যান্সেলর কার্ল নেহামেরের সঙ্গে। মোদীর রাশিয়া সফরও দীর্ঘ পাঁচ বছর পর।

ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার উপর বহু বিধিনিষেধ আরোপ করেছিল আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়া। তবে ভারত প্রকাশ্যে রাশিয়ার বিরোধিতা করেনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেই মোদির মস্কো সফর নিঃসন্দেহে কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যুদ্ধ আবহে দুই দেশের মধ্যে কী আলোচনা হয়, ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার মাটি থেকে মোদি কী বার্তা দেন, তার দিকে তাকিয়ে গোটা বিশ্ব।

এদিকে, মোদি-পুতিন বন্ধুত্বে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। মোদির রাশিয়া সফর নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, রাশিয়া সফরে মোদি ও পুতিনের আলোচনার বিষয়বস্তু পর্যবেক্ষণ করবে আমেরিকা। পাশাপাশি মিলর বলেন, আমেরিকা আশা করে, ভারত বা যে কোনও দেশ যখন রাশিয়ার সাথে সম্পর্ক রাখছে, তখন তারা মস্কোকে জাতিসংঘ সনদ মেনে চলার কথা মনে করিয়ে দেবে।

নিউজটি শেয়ার করুন

নরেন্দ্র মোদীর অনুরোধ রাখলেন পুতিন

আপডেট সময় : ০৩:৫২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

দু’দিনের সফরে রাশিয়ায় অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার মস্কোয় পৌঁছানোর পর প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের সঙ্গে নৈশভোজে অংশ নেন তিনি।

নৈশভোজে রুশ প্রেসিডেন্টের বাসভবনে মোদিকে হাসমিুখে করমর্দন করে স্বাগত জানান পুতিন। নৈশভোজে পুতিনকে একটি অনুরোধ করেছিলেন মোদী। তাতে সায় দিয়েছেন পুতিন। সেই সঙ্গে তিনি মোদীকে তৃতীয় বারের জন্য ভারতের প্রানমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ায় শুভেচ্ছাও জানিয়েছেন।

ইউক্রেন-রাশিয়ার ওই যুদ্ধে জড়িয়ে পড়েছেন অনেক ভারতীয় নাগরিকও। কর্মসূত্রে বা অন্য কোনও কারণে যারা রাশিয়ায় থাকেন, তাদের অনেকেই যুদ্ধে বাধ্য হয়ে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়তে গিয়ে এখনও পর্যন্ত দু’জন ভারতীয়র মৃত্যু হয়েছে। এই বিষয়টি নিয়ে মস্কোয় নৈশভোজের সময়ে পুতিনের সঙ্গে আলোচনা করেছেন মোদী।

এরপরেই পুতিন সেনা থেকে ভারতীয়দের ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি, মোদীকে তিনি জানিয়েছেন, ওই ভারতীয় নাগরিকদের দেশে ফেরার বন্দোবস্ত করবে তার সরকার।

আজ স্থানীয় সময় দুপুরে দুই রাষ্ট্রপ্রধানের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। তারপর দুই দেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন তারা। তার আগে অবশ্য প্রাতঃরাশেও এক দফা আলোচনা হতে পারে।

রাশিয়া থেকে মোদি অস্ট্রিয়াতেও যাবেন যা হবে গত ৪১ বছরে প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সফর। অস্ট্রিয়ায় মোদি দেখা করবেন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান দের বেলেন এবং চ্যান্সেলর কার্ল নেহামেরের সঙ্গে। মোদীর রাশিয়া সফরও দীর্ঘ পাঁচ বছর পর।

ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার উপর বহু বিধিনিষেধ আরোপ করেছিল আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়া। তবে ভারত প্রকাশ্যে রাশিয়ার বিরোধিতা করেনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেই মোদির মস্কো সফর নিঃসন্দেহে কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যুদ্ধ আবহে দুই দেশের মধ্যে কী আলোচনা হয়, ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার মাটি থেকে মোদি কী বার্তা দেন, তার দিকে তাকিয়ে গোটা বিশ্ব।

এদিকে, মোদি-পুতিন বন্ধুত্বে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। মোদির রাশিয়া সফর নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, রাশিয়া সফরে মোদি ও পুতিনের আলোচনার বিষয়বস্তু পর্যবেক্ষণ করবে আমেরিকা। পাশাপাশি মিলর বলেন, আমেরিকা আশা করে, ভারত বা যে কোনও দেশ যখন রাশিয়ার সাথে সম্পর্ক রাখছে, তখন তারা মস্কোকে জাতিসংঘ সনদ মেনে চলার কথা মনে করিয়ে দেবে।