ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা ব্রাজিলের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • / ৩৯০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ এক যুগ অপেক্ষার পর ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের অনুমোদন দিল ব্রাজিল। ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন জানাতেই দক্ষিণ আমেরিকার দেশটি এ উদ্যোগ নিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, গত সোমবার ফিলিস্তিনের সঙ্গে মুক্তি বাণিজ্য সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করেছে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন সরকার বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) সঙ্গে যে মুক্ত বাণিজ্য চুক্তি আগে হয়েছে তা কার্যকর করা হলো।

‘মার্কোসুর ট্রেড ব্লক’ নামে দক্ষিণ আমেরিকার দেশগুলোর নিজেদের আঞ্চলিক ফোরাম রয়েছে। ওই ফোরামের সঙ্গে ২০১১ সালে ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছিল। এরপর দীর্ঘ এক যুগ অপেক্ষার পর চুক্তিটি কার্যকরের ঘোষণা দিল ব্রাজিল।

তবে এই ফোরামের অন্যান্য দেশুগুলো এখনো চুক্তিটির অনুমোদন দেয়নি। গত সোমবার মার্কোসুর ট্রেড ব্লকের সম্মেলন শুরু হয়েছে।

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন প্যারাগুয়ের অসুনসিয়ন শহরে চলমান এই সম্মেলনে উপস্থিত আছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধি ইব্রাহিম আল জেবেন। গতকাল সম্মেলনের অবসরে ইব্রাহিম আল জেবেনের সঙ্গে এই চুক্তির অনুমোদনে স্বাক্ষর করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা।

ব্রাজিলের প্রশংসা করে ইব্রাহিম আল জেবেন বলেন, ‘বর্তমানে ফিলিস্তিনের সঙ্গে ব্রাজিলের দ্বিপক্ষীয় বাণিজ্যের বাৎসরিক পরিমাণ ৩ কোটি ২০ লাখ ডলার। চুক্তির বাস্তবায়ন শুরু হলে এই পরিমাণ আরও বাড়বে। ফিলিস্তিনে শান্তি স্থাপনের জন্য এ চুক্তি নিঃসন্দেহে বড় অবদান রাখবে।’

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, চুক্তিটি বাস্তবায়নের ফলে ফিলিস্তিন রাষ্ট্রের অর্থনীতি আরও টেকসই হবে বলে বিশ্বাস করে ব্রাজিল।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা শুরু হলে ইসরায়েলের কঠোর সমালোচনা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে ইসরায়েলের দূতাবাস থেকে নিজেদের রাষ্ট্রদূতকে পত্যাহার করে নেয় লুলা সরকার।

২০১০ সালে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ব্রাজিল।

নিউজটি শেয়ার করুন

ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা ব্রাজিলের

আপডেট সময় : ১২:২৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪

দীর্ঘ এক যুগ অপেক্ষার পর ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের অনুমোদন দিল ব্রাজিল। ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন জানাতেই দক্ষিণ আমেরিকার দেশটি এ উদ্যোগ নিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, গত সোমবার ফিলিস্তিনের সঙ্গে মুক্তি বাণিজ্য সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করেছে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন সরকার বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) সঙ্গে যে মুক্ত বাণিজ্য চুক্তি আগে হয়েছে তা কার্যকর করা হলো।

‘মার্কোসুর ট্রেড ব্লক’ নামে দক্ষিণ আমেরিকার দেশগুলোর নিজেদের আঞ্চলিক ফোরাম রয়েছে। ওই ফোরামের সঙ্গে ২০১১ সালে ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছিল। এরপর দীর্ঘ এক যুগ অপেক্ষার পর চুক্তিটি কার্যকরের ঘোষণা দিল ব্রাজিল।

তবে এই ফোরামের অন্যান্য দেশুগুলো এখনো চুক্তিটির অনুমোদন দেয়নি। গত সোমবার মার্কোসুর ট্রেড ব্লকের সম্মেলন শুরু হয়েছে।

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন প্যারাগুয়ের অসুনসিয়ন শহরে চলমান এই সম্মেলনে উপস্থিত আছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধি ইব্রাহিম আল জেবেন। গতকাল সম্মেলনের অবসরে ইব্রাহিম আল জেবেনের সঙ্গে এই চুক্তির অনুমোদনে স্বাক্ষর করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা।

ব্রাজিলের প্রশংসা করে ইব্রাহিম আল জেবেন বলেন, ‘বর্তমানে ফিলিস্তিনের সঙ্গে ব্রাজিলের দ্বিপক্ষীয় বাণিজ্যের বাৎসরিক পরিমাণ ৩ কোটি ২০ লাখ ডলার। চুক্তির বাস্তবায়ন শুরু হলে এই পরিমাণ আরও বাড়বে। ফিলিস্তিনে শান্তি স্থাপনের জন্য এ চুক্তি নিঃসন্দেহে বড় অবদান রাখবে।’

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, চুক্তিটি বাস্তবায়নের ফলে ফিলিস্তিন রাষ্ট্রের অর্থনীতি আরও টেকসই হবে বলে বিশ্বাস করে ব্রাজিল।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা শুরু হলে ইসরায়েলের কঠোর সমালোচনা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে ইসরায়েলের দূতাবাস থেকে নিজেদের রাষ্ট্রদূতকে পত্যাহার করে নেয় লুলা সরকার।

২০১০ সালে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ব্রাজিল।