ঢাকা ০১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দেড় শতাধিক হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • / ৩৮৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজার শেজায়া অঞ্চলে এ পর্যন্ত দেড় শতাধিক হামাস যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। গতকাল বুধবার এক এক্স পোস্টে এমন দাবি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পোস্টে আইডিএফ জানায়, ইসরায়েলি সেনারা ১৫০ জনের বেশি হামাস যোদ্ধাকে হত্যা করেছে। এ ছাড়া ছয়টি গুরুত্বপূর্ণ টানেল ও কয়েকটি স্থাপনা ধ্বংস এবং অস্ত্র ও গোয়েন্দা নথি জব্দ করেছে সেনারা।

আইডিএফ আরও জানায়, শেজায়ায় নিজেদের পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করছে হামাস। সেখানে গত ২৭ জুন থেকে হামাসের সঙ্গে লড়াই করছে ইসরায়েলের প্যারাট্রুপারস ব্রিগেড ও ইয়াহালোম এবং একটি এলিট প্রকৌশল ইউনিটের সদস্যরা।

এর আগে গাজার দক্ষিণের রাফাহ শহরে সামরিক অভিযান শুরুর পর গত দুই মাসে প্রায় ৯০০ হামাস যোদ্ধাকে হত্যার দাবি করে ইসরায়েল। গত মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলে সেনাদের অস্থায়ী পোস্ট পরিদর্শনকালে ইসরায়েলের সেনাপ্রধান জেনারেল হেরজি হালেভি এমন দাবি করেন।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। জিম্মি করে নিয়ে যাওয়া হয় ২৫২ জন ইসরায়েলি ও বিদেশী নাগরিককে। এরপর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় গত নয় মাসে ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

দেড় শতাধিক হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

আপডেট সময় : ০৮:১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪

গাজার শেজায়া অঞ্চলে এ পর্যন্ত দেড় শতাধিক হামাস যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। গতকাল বুধবার এক এক্স পোস্টে এমন দাবি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পোস্টে আইডিএফ জানায়, ইসরায়েলি সেনারা ১৫০ জনের বেশি হামাস যোদ্ধাকে হত্যা করেছে। এ ছাড়া ছয়টি গুরুত্বপূর্ণ টানেল ও কয়েকটি স্থাপনা ধ্বংস এবং অস্ত্র ও গোয়েন্দা নথি জব্দ করেছে সেনারা।

আইডিএফ আরও জানায়, শেজায়ায় নিজেদের পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করছে হামাস। সেখানে গত ২৭ জুন থেকে হামাসের সঙ্গে লড়াই করছে ইসরায়েলের প্যারাট্রুপারস ব্রিগেড ও ইয়াহালোম এবং একটি এলিট প্রকৌশল ইউনিটের সদস্যরা।

এর আগে গাজার দক্ষিণের রাফাহ শহরে সামরিক অভিযান শুরুর পর গত দুই মাসে প্রায় ৯০০ হামাস যোদ্ধাকে হত্যার দাবি করে ইসরায়েল। গত মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলে সেনাদের অস্থায়ী পোস্ট পরিদর্শনকালে ইসরায়েলের সেনাপ্রধান জেনারেল হেরজি হালেভি এমন দাবি করেন।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। জিম্মি করে নিয়ে যাওয়া হয় ২৫২ জন ইসরায়েলি ও বিদেশী নাগরিককে। এরপর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় গত নয় মাসে ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।