ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গুলি নয় গ্রেপ্তার করুন, আমরা বিচার করব: বিএসএফকে বিজিবি

লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • / ৩৭৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীমান্তে অবৈধ পারাপার ও অপরাধ রোধে হত্যা কখনো সমাধান হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতায় বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক বৈঠকে এ কথা বলেন তিনি।

বিএসএফের উদ্দেশ্যে বিজিবির মহাপরিচালক বলেন, ‘হত্যা কখনো মীমাংসা হতে পারে না। আপনারা গ্রেপ্তার করবেন। আমাদের কাছে হস্তান্তর করবেন। আমরা বিচারের আওতায় নিয়ে আসব।’

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আরও বলেন, ‘আমরা আগের হিসাব যদি ধরি, সেই তুলনায় সীমান্তে হত্যা অনেকটাই কমেছে। বেশিরভাগ জিরো লাইনের ওপারে কয়েক কিলোমিটার ভেতরে ভারতে মারা পড়ছে।’

সাংবাদিকদের বিজিবির মহাপরিচালক বলেন, ‘বিজিবি সবসময় অসহায় মানুষের পাশে থাকে। বিজিবির পক্ষ থেকে এ ধরনের সহযোগিতামূলক কর্মকাণ্ড চলমান থাকবে।’

এর আগে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী তিস্তা ব্যারেজ, তিস্তা ব্যাটালিয়ন সদর এবং অধিনস্থ পানবাড়ি বিওপি, তিনবিঘা করিডোর ও আঙ্গরপোতা দহগ্রাম সীমান্ত পরিদর্শন করেন।

এরপর বিকেল সাড়ে ৬টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান নিজ শেখ সুন্দর দাখিল মাদ্রাসা মাঠে বন্যাদুর্গত এলাকার ২০০ দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান ও পরিদর্শনকালে বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ এবং তিস্তা ব্যাটালিয়ান ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম পিএসসিসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তারা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

গুলি নয় গ্রেপ্তার করুন, আমরা বিচার করব: বিএসএফকে বিজিবি

আপডেট সময় : ১১:১৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

সীমান্তে অবৈধ পারাপার ও অপরাধ রোধে হত্যা কখনো সমাধান হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতায় বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক বৈঠকে এ কথা বলেন তিনি।

বিএসএফের উদ্দেশ্যে বিজিবির মহাপরিচালক বলেন, ‘হত্যা কখনো মীমাংসা হতে পারে না। আপনারা গ্রেপ্তার করবেন। আমাদের কাছে হস্তান্তর করবেন। আমরা বিচারের আওতায় নিয়ে আসব।’

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আরও বলেন, ‘আমরা আগের হিসাব যদি ধরি, সেই তুলনায় সীমান্তে হত্যা অনেকটাই কমেছে। বেশিরভাগ জিরো লাইনের ওপারে কয়েক কিলোমিটার ভেতরে ভারতে মারা পড়ছে।’

সাংবাদিকদের বিজিবির মহাপরিচালক বলেন, ‘বিজিবি সবসময় অসহায় মানুষের পাশে থাকে। বিজিবির পক্ষ থেকে এ ধরনের সহযোগিতামূলক কর্মকাণ্ড চলমান থাকবে।’

এর আগে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী তিস্তা ব্যারেজ, তিস্তা ব্যাটালিয়ন সদর এবং অধিনস্থ পানবাড়ি বিওপি, তিনবিঘা করিডোর ও আঙ্গরপোতা দহগ্রাম সীমান্ত পরিদর্শন করেন।

এরপর বিকেল সাড়ে ৬টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান নিজ শেখ সুন্দর দাখিল মাদ্রাসা মাঠে বন্যাদুর্গত এলাকার ২০০ দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান ও পরিদর্শনকালে বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ এবং তিস্তা ব্যাটালিয়ান ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম পিএসসিসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তারা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।