ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আন্দোলনকারীদের শ্রেণীকক্ষে ফেরার আহবান ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • / ৩৮৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার্থীদের আবেগ ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ। একইসঙ্গে কোটা আন্দোলনকারীদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার আহবান জানান তাঁরা।

বৃহস্পতিবার (১১ই জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ছাত্রলীগের নেতারা।

শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং সরকারি চাকরিতে কোর্টের যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবিতে এ সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ।

ছাত্রলীগের নেতারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে অচল কৃত্রিম সংকট তৈরি করে মানুষের দুর্ভোগ তৈরি করার চেষ্টা হচ্ছে। আদালতের সিদ্ধান্তের পর কোটা নিয়ে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেয়ার প্রচেষ্টা চলছে।

তাঁরা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের প্রতিপক্ষ না থাকলেও আন্দোলনকে বিভিন্ন খাতে নেওয়ার প্রচেষ্টা হচ্ছে। সরকার বিরোধী চক্র বিএনপি-জামাত আন্দোলনে সংহতি জানানোর চেষ্টা করছে। যেকোনো প্রেক্ষাপটে শিক্ষা প্রতিষ্ঠানে স্থিতিশীল পরিবেশ বজায় রাখবে ছাত্রলীগ।

এছাড়া ছাত্রলীগের পক্ষ থেকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে কয়েকটি বিষয় তুলে ধরা হয়।

সেগুলো হলো: আন্দোলনের নামে অনিঃশেষ অবরোধ কার্যক্রম পরিচালনা কোনোভাবেই দাবির সুষ্ঠু সমাধান নিয়ে আসতে পারে না; চলমান এইচএসসি পরীক্ষা, তীব্র দাবদাহ এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনায় সড়ক অবরোধ, নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা ও জীবনযাত্রায় বাধা সৃষ্টি এবং ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি থেকে তা অবিলম্বে ফিরে আসতে হবে; শিক্ষার্থীদের মনে রাখতে হবে, কোটা ব্যবস্থা বাতিল করেছে দেশরত্ন শেখ হাসিনার সরকার, উচ্চ আদালতে কোটা ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত পুনর্বহালের জন্য কাজ করছে সরকারের আইনজীবী; দেশরত্ন শেখ হাসিনার প্রতি আস্থা রেখে স্বাভাবিক আইনগত প্রক্রিয়ায় কোটা সংক্রান্ত জটিলতার যৌক্তিক সমাধান নিয়ে আসার জন্য শিক্ষার্থীদের সব রকম বিশৃঙ্খলাপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। এছাড়া সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আন্দোলনকারীদের শ্রেণীকক্ষে ফেরার আহবান ছাত্রলীগের

আপডেট সময় : ০১:৫৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

শিক্ষার্থীদের আবেগ ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ। একইসঙ্গে কোটা আন্দোলনকারীদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার আহবান জানান তাঁরা।

বৃহস্পতিবার (১১ই জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ছাত্রলীগের নেতারা।

শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং সরকারি চাকরিতে কোর্টের যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবিতে এ সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ।

ছাত্রলীগের নেতারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে অচল কৃত্রিম সংকট তৈরি করে মানুষের দুর্ভোগ তৈরি করার চেষ্টা হচ্ছে। আদালতের সিদ্ধান্তের পর কোটা নিয়ে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেয়ার প্রচেষ্টা চলছে।

তাঁরা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের প্রতিপক্ষ না থাকলেও আন্দোলনকে বিভিন্ন খাতে নেওয়ার প্রচেষ্টা হচ্ছে। সরকার বিরোধী চক্র বিএনপি-জামাত আন্দোলনে সংহতি জানানোর চেষ্টা করছে। যেকোনো প্রেক্ষাপটে শিক্ষা প্রতিষ্ঠানে স্থিতিশীল পরিবেশ বজায় রাখবে ছাত্রলীগ।

এছাড়া ছাত্রলীগের পক্ষ থেকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে কয়েকটি বিষয় তুলে ধরা হয়।

সেগুলো হলো: আন্দোলনের নামে অনিঃশেষ অবরোধ কার্যক্রম পরিচালনা কোনোভাবেই দাবির সুষ্ঠু সমাধান নিয়ে আসতে পারে না; চলমান এইচএসসি পরীক্ষা, তীব্র দাবদাহ এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনায় সড়ক অবরোধ, নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা ও জীবনযাত্রায় বাধা সৃষ্টি এবং ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি থেকে তা অবিলম্বে ফিরে আসতে হবে; শিক্ষার্থীদের মনে রাখতে হবে, কোটা ব্যবস্থা বাতিল করেছে দেশরত্ন শেখ হাসিনার সরকার, উচ্চ আদালতে কোটা ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত পুনর্বহালের জন্য কাজ করছে সরকারের আইনজীবী; দেশরত্ন শেখ হাসিনার প্রতি আস্থা রেখে স্বাভাবিক আইনগত প্রক্রিয়ায় কোটা সংক্রান্ত জটিলতার যৌক্তিক সমাধান নিয়ে আসার জন্য শিক্ষার্থীদের সব রকম বিশৃঙ্খলাপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। এছাড়া সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।