ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নেপালে ভূমি ধসে নদীতে ভেসে গেল বাস, নিখোঁজ ৬৩

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • / ৩৮৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেপালে অতিবৃষ্টিতে পাহাড় ধসে মহাসড়কের দুটি বাস নদীতে ভেসে গেছে। শুক্রবার (১২ জুলাই) ভোর ৪টার দিকে দেশটির মদন-আশ্রিত মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে ত্রিশুলি নদীতে অন্তত ৬৩ জন নিখোঁজ রয়েছেন। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।

চিতওয়ানের প্রধান জেলা কর্মকর্তা ইন্দ্রদেব যাদব এএনআইকে জানিয়েছেন, বাসগুলো মহাসড়ক দিয়ে যাচ্ছিল, তখন ভূমিধস হলে সেগুলো রাস্তা থেকে নিচে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান নেপাল প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। ত্রিশুলি নদীতে নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে। তবে আশঙ্কা করা হচ্ছে নিখোঁজ যাত্রীদের কেউই বেঁচে নেই। তবে একটানা বৃষ্টির জেরে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল।

বিগত কয়েক সপ্তাহে টানা বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির কারণে নেপালে ইতিমধ্যে ৬২ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছেন বলে খবর। এছাড়া অন্তত ২০০টির ওপর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরছাড়া হয়েছেন প্রায় ১০০০টির বেশি পরিবার।

নিউজটি শেয়ার করুন

নেপালে ভূমি ধসে নদীতে ভেসে গেল বাস, নিখোঁজ ৬৩

আপডেট সময় : ১২:৫৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪

নেপালে অতিবৃষ্টিতে পাহাড় ধসে মহাসড়কের দুটি বাস নদীতে ভেসে গেছে। শুক্রবার (১২ জুলাই) ভোর ৪টার দিকে দেশটির মদন-আশ্রিত মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে ত্রিশুলি নদীতে অন্তত ৬৩ জন নিখোঁজ রয়েছেন। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।

চিতওয়ানের প্রধান জেলা কর্মকর্তা ইন্দ্রদেব যাদব এএনআইকে জানিয়েছেন, বাসগুলো মহাসড়ক দিয়ে যাচ্ছিল, তখন ভূমিধস হলে সেগুলো রাস্তা থেকে নিচে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান নেপাল প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। ত্রিশুলি নদীতে নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে। তবে আশঙ্কা করা হচ্ছে নিখোঁজ যাত্রীদের কেউই বেঁচে নেই। তবে একটানা বৃষ্টির জেরে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল।

বিগত কয়েক সপ্তাহে টানা বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির কারণে নেপালে ইতিমধ্যে ৬২ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছেন বলে খবর। এছাড়া অন্তত ২০০টির ওপর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরছাড়া হয়েছেন প্রায় ১০০০টির বেশি পরিবার।