ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন করে কোটি টাকা খুইয়েছে আইসিসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • / ৪২০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টি-টোয়েন্টি বিশ্বকাপের যুক্তরাষ্ট্র অংশে বাজেটের চেয়ে বেশি খরচ হয়েছে। এবং আগামী ১৯ জুলাই কলম্বোর বার্ষিক কনফারেন্সে বিশ্বকাপে হওয়া লস নিয়ে আলোচনা করবে আইসিসি বোর্ড।

অডিট শেষ হয়নি বলেও এখনো কত ক্ষতি হয়েছে, সেটা নিশ্চিত জানা যায়নি, কারণ টিকিট বিক্রির অর্থের হিসেব এখনো পুরোপুরি বলা যাচ্ছে না। তবে শীর্ষ বোর্ড কর্মকর্তাদের ধারণা যুক্তরাষ্ট্র অংশে আইসিসির যে ক্ষতি হয়েছে তা মিলিয়ন ডলারের বেশি।

টুর্নামেন্ট পরিচালক ক্রিস টেটলি এর মধ্যেই চাকরি ছেড়েছেন। তবে বিভিন্ন সূত্র বলছে ৪৯ বছর বয়সী ইংলিশ কর্মকর্তা টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

আইসিসি বোর্ডের এক সূত্র নাম প্রকাশ না করার শর্তে পিটিআইকে বলেছেন, ‘টেটলির পারফরম্যান্সে অনেক সদস্যই খুশি না। সে পদত্যাগ করেছে তবে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা, তা বলা যাচ্ছে না। অন্তত তিনটি বৈশ্বিক আইসিসি টুর্নামেন্ট ও সব সহযোগী দেশের টি-টোয়েন্টি স্ট্যাটাস পাওয়ায় ম্যানেজমেন্টকে বিরতিহীন কাজ করতে হচ্ছে। ধারণা করা হচ্ছে, টেটলি আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিল।’

যারা পরিস্থিতির সঙ্গে জড়িত তাদের ধারণা, টিকিট বিক্রির মাধ্যমে ভালোই আয় করেছে আইসিসি। তবে নিউইয়র্ককে ভেন্যু হিসেবে বেছে নেওয়ায় অনেক গুরুত্বপূর্ণ সদস্য ক্ষেপেছে আইসিসির ওপর। নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ও আউটফিল্ড নিয়ে অনেক সমালোচনা হয়েছে।

ওই সূত্র বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে ইভেন্ট হওয়ার কথা এবং নিউইয়র্ক ছাড়া আরও অনেক শহর ছিল যেখানে ম্যাচ আয়োজন করা যেত। কেন তা ভাবা হয়নি? উইকেটের অবস্থা বুঝতে কোনো প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি, শীর্ষ মানের ক্রিকেটের জন্য অনুপযুক্ত ছিল ওই মাঠ।’

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন করে কোটি টাকা খুইয়েছে আইসিসি

আপডেট সময় : ০৬:০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের যুক্তরাষ্ট্র অংশে বাজেটের চেয়ে বেশি খরচ হয়েছে। এবং আগামী ১৯ জুলাই কলম্বোর বার্ষিক কনফারেন্সে বিশ্বকাপে হওয়া লস নিয়ে আলোচনা করবে আইসিসি বোর্ড।

অডিট শেষ হয়নি বলেও এখনো কত ক্ষতি হয়েছে, সেটা নিশ্চিত জানা যায়নি, কারণ টিকিট বিক্রির অর্থের হিসেব এখনো পুরোপুরি বলা যাচ্ছে না। তবে শীর্ষ বোর্ড কর্মকর্তাদের ধারণা যুক্তরাষ্ট্র অংশে আইসিসির যে ক্ষতি হয়েছে তা মিলিয়ন ডলারের বেশি।

টুর্নামেন্ট পরিচালক ক্রিস টেটলি এর মধ্যেই চাকরি ছেড়েছেন। তবে বিভিন্ন সূত্র বলছে ৪৯ বছর বয়সী ইংলিশ কর্মকর্তা টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

আইসিসি বোর্ডের এক সূত্র নাম প্রকাশ না করার শর্তে পিটিআইকে বলেছেন, ‘টেটলির পারফরম্যান্সে অনেক সদস্যই খুশি না। সে পদত্যাগ করেছে তবে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা, তা বলা যাচ্ছে না। অন্তত তিনটি বৈশ্বিক আইসিসি টুর্নামেন্ট ও সব সহযোগী দেশের টি-টোয়েন্টি স্ট্যাটাস পাওয়ায় ম্যানেজমেন্টকে বিরতিহীন কাজ করতে হচ্ছে। ধারণা করা হচ্ছে, টেটলি আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিল।’

যারা পরিস্থিতির সঙ্গে জড়িত তাদের ধারণা, টিকিট বিক্রির মাধ্যমে ভালোই আয় করেছে আইসিসি। তবে নিউইয়র্ককে ভেন্যু হিসেবে বেছে নেওয়ায় অনেক গুরুত্বপূর্ণ সদস্য ক্ষেপেছে আইসিসির ওপর। নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ও আউটফিল্ড নিয়ে অনেক সমালোচনা হয়েছে।

ওই সূত্র বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে ইভেন্ট হওয়ার কথা এবং নিউইয়র্ক ছাড়া আরও অনেক শহর ছিল যেখানে ম্যাচ আয়োজন করা যেত। কেন তা ভাবা হয়নি? উইকেটের অবস্থা বুঝতে কোনো প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি, শীর্ষ মানের ক্রিকেটের জন্য অনুপযুক্ত ছিল ওই মাঠ।’