টানা বৃষ্টির কবলে পড়েছে ভারতের রাজধানী দিল্লি, মুম্বাই ও উত্তর প্রদেশসহ উত্তর-পূর্বাঞ্চলের বেশ কিছু রাজ্য। শনিবার (১৩ই জুলাই) সকালে দিল্লির বেশির ভাগ জায়গায় ভারী বৃষ্টি হয়ে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল।
এদিকে, আসামের বন্যার ভয়াবহতা এখনো কমেনি। গত ২৪ ঘন্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। ২৪ জেলায় ১২ লাখ মানুষ জলমগ্ন হয়ে এখনো ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দিনদিন বেড়েই যাচ্ছে দুর্ভোগ।
তবে পানি কমতে শুরু করেছে বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তবে তা খুবই ধীর গতিতে। কবে নাগাদ বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনো অনিশ্চিত। রাজ্যের বিভিন্ন অংশে এখনো ব্রহ্মপুত্র এবং অন্যান্য তিনটি বড় নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।