দেশের ব্যাংক খাত এখন ব্যাপক দুরবস্থার মধ্যে রয়েছে। ব্যাংক খাতে টাকা নেই, ডলারও নেই বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর।
শনিবার (১৩ই জুলাই) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাংলাদেশে ব্যাংকিং খাতে দুরবস্থার কারণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম।
আহসান এইচ মনসুর বলেন, ব্যংকিং খাতের পুনরুদ্ধারে বাজেটে সুনির্দিষ্ট কোন নির্দেশনা নেই। এ খাতের সুরক্ষায় সরকারের শক্ত ও স্বচ্ছ নীতির বাস্তবায়ন প্রয়োজন।
এই অর্থনীতিবিদ আরো বলেন, ঋণ আদায় না করে ঋণের সুদকে আয় দেখিয়ে মুনাফা দেখাচ্ছে ব্যাংক। সেই মুনাফার অর্থ থেকে লভ্যাংশ দিচ্ছে। সরকারকে ট্যাক্সও দিচ্ছে। আসলে কোনও আয়ই হয়নি, আমানতের অর্থ লুটে খাচ্ছে।
কিছু পরিবার সরকারের আশীর্বাদ নিয়ে অর্থনৈতিকভাবে বেশি লাভবান হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।